নিউজরাজ্য

জ্বর নেই, ভাল আছেন দিলীপ ঘোষ

Advertisement

কলকাতা: শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, ১০২ ডিগ্রি জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। তারপর থেকেই রাজ্য বিজেপির অন্দরে দিলীপ ঘোষের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। কিন্তু বর্তমানে জানা গিয়েছে, অনেকটাই ভালে আছেন দিলীপ ঘোষ।

হাসপাতাল সূত্রে একটি বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে জ্বর নেই দিলীপবাবুর। দ্রুত সেরেও উঠছেন তিনি। এমনকি রক্তচাপ, SPO2 স্থিতিশীল রয়েছে। তাই DHU থেকে জেনারেল আইসোলেশন কেবিনে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে।

শনিবার দিলীবাবুর গলার সিটি স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায়, গলায় কোনও সমস্যা নেই তাঁর। হাসপাতালের তরফে জানানো হয়েছে,  শুক্রবার ভর্তি হওয়ার পর এখন তাঁর শরীরিক পরিস্থিত অনেকটাই উন্নতি হয়েছে। তাঁকে সাধারণ খাবারদাবার দেওয়া হচ্ছে। তবে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button