এইদিন অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সম্প্রতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, আসন্ন বিধানসভা ভোটে ২২০ টি আসনে জয় লাভ করবে রাজ্যের শাসক শিবির। এইদিন সেই বিষয়ে মুখ খুলতে দেখা গেল বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। কেবল মুখ খুলেছেন তাই না, রীতিমতো বাক্যবাণ নিক্ষেপ করলেন দিলীপ বাবু।
এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,”আমি জানিনা। আমি সত্যি জানিনা উনি কাকে বলেছেন ২২০ টি আসনে জেতার কথা। বিজেপিকে নাকি তৃণমূল কংগ্রেসকে। কারণ যেভাবে একের পর এক নেতা দল ছাড়ছে তাতে কিছুদিন পর ওনারও লাইন লেগে যাবে।” এই অবস্থায় দিলীপ বাবুকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেন, “ওনাকে দলে নেবেন”। এই প্রশ্নের তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিজেপি সভাপতি। এইদিন তিনি এই প্রশ্নের উত্তরে বলেন,”আকে নেওয়া হবে , কাকে নেওয়া হবেনা , তা একা আমি ঠিক করব না।” অন্যদিকে নিজের বক্তব্যে দিলীপ ঘোষ কে তৃণমূল কংগ্রেসে আহ্বান করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল।
সেই বক্তব্যের জবাব দিতেও ছাড়েননি বিজেপি সাংসদ তথা নেতা দিলীপ ঘোষ। এই বক্তব্যের জবাবে দিলীপ বাবু বলেছেন,”আমাকে উনি ওনার দলে আহ্বান করেছেন। আগে দলটা থাকবে তারপর তো আহ্বান করবেন।” সম্প্রতি রাজ্যের শাসক শিবিরের একের পর এক নেতাকে বিক্ষুব্ধ হতে দেখা গিয়েছে। কিছু জন পরিবর্তন করেছেন দলও। সেই বিষয়েও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন,”জানি না উনি কোথায় যাবেন। সেটা না হয় আগামী দিনেই দেখা যাবে। আসতে চাইলে আমাদের দল ভাববে। এত লোককে আমরা দলে জায়গা দিয়েছি। সেখানে ওনাকে কোনও জায়গা তো আমরা দিতেই পারি। ”
বিধানসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। প্রতি দল নিজের নিজের মতো করে নেমে গিয়েছে রাজনৈতিক ময়দানে। কিন্তু তৃণমূল সুপ্রিমোর কপালে দেখা গিয়েছে চিন্তার ভাঁজ। দল ছাড়ছে একের পর এক নেতা। সেখানে আসন্ন ভোটে কি ভেঙে পরবে দল। সেই বিষয়ে বারবার কটাক্ষ করেছেন দিলীপ বাবু। আজও তিনি ছাড়েননি কটাক্ষ করতে।