হেঁটে ফেরার মত অবস্থা থাকবে না, পার্টি অফিসে গেলে যেন স্ট্রেচার নিয়ে যায়, পড়ুয়াদের হুঙ্কার দিলীপ ঘোষের

Advertisement

Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়াদের আজ একটি মিছিল ছিল গতকাল দুপুর তিনটে নাগাদ শহীদ মিনার থেকে শুরু করে মহাজাতি সদন পর্যন্ত হয়। পুলিশি প্রশাসন যেভাবে নিরাপত্তায় ঘিরে রেখেছিল বিজেপির সদরদপ্তর তাই সেখানে ঢুকতে চেষ্টা করেও ঢুকতে পারেননি পড়ুয়ারা। পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কিছু পড়ুয়ার।

Advertisement

সেন্ট্রাল এভিনিউ চত্বর ঘিরে রাখা হয় বাঁশের ব্যারিকেডে। মিছিল উত্তেজনা আকার ধারণ করে মেডিকেল কলেজ পেরোনোর পর।
আর এই আন্দোলনে অংশগ্রহণকারীদদের একপ্রকার তীক্ষ্ণ বাক্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যদি কেউ তাদের পার্টি অফিসে যায় তাহলে সে যেন স্ট্রেচার নিয়ে যায় কারণ তাদের অবস্থা একেবারেই থাকবে না হেঁটে ফেরার মত।

Advertisement

আরও পড়ুন : ৬০ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান, আছে প্রভাবশালী মন্ত্রীর নাম

Advertisement

প্রতিবাদের মিছিল সমাপ্তির পর নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে মিছিল বের হয় বিজেপি নেতা দেবজিৎ সরকারের নেতৃত্বে। তিনি বলেন গণতান্ত্রিক দেশে আন্দোলন যে কেউ করতে পারে কিন্তু এই মিছিল হয়ে যাচ্ছে উস্কানিমূলক গোটা বাংলার মানুষ এই আইনের সপক্ষে। বিজেপি নেতাদের যেভাবে কটুক্তি করা হচ্ছে তা একেবারেই কাম্য নয়।