নিউজপলিটিক্সরাজ্য

বৈশাখীকে গুরুত্ব দিলেই শোভন কাজ করবেন, ২১ নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলীপের

Advertisement

দীর্ঘ ১৫ মাস তিনি রয়েছেন বিজেপিতে, কিন্তু তবুও থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা যাচ্ছে না। তিনি আর কেউ নন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। অরবিন্দ মেনন থেকে অমিত শাহ পর্যন্ত সকলেই তাকে বাগে আনার জন্য চেষ্টা করছেন। কিন্তু বঙ্গ বিজেপির এক একটা পদক্ষেপ এর ওপরে জল ঢেলে দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। তবে এরই মধ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলেন একটি মাস্টার স্ট্রোক।

কিছুদিন আগে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর বৈঠকে বসেছিলেন অরবিন্দ মেনন এবং অমিতাভ চক্রবর্তী। তারা শোভন চ্যাটার্জি কে অনেকখানি বাগে নিয়ে এসেছিলেন, কিন্তু একটি ফোন কল তাদের সমস্ত পরিকল্পনা মাটি করে দিল। এদিন, বিজেপির বিজয়া সম্মিলনীতে শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ জানানো হয়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। আর এই নিয়ে গোঁসা করে শোভন চট্টোপাধ্যায় করে দিলেন বিজেপির অনুষ্ঠান বয়কট।

তাই এবারে মাঠে নামলেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব বৈশাখী কে বুঝিয়ে-সুঝিয়ে ফোন করাতে রাজি করলেন। দিলীপ ঘোষ এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর দীর্ঘ ফোনকলের পরে পুনরায় সম্ভাবনা জোরালো হলো শোভন চট্টোপাধ্যায়ের রাজনীতিতে ফেরার সম্ভাবনা।

বিজেপি বুঝতে পেরেছ, বৈশাখী কে গুরুত্ব দিলেই মাঠে নামবেন শোভন। এই কারণে দিলীপ ঘোষ এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। তারা পরস্পরকে বিজয়ার শুভেচ্ছাও জানান। আর তারপরেই দিলীপ ঘোষকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান বৈশাখী। আর এই আমন্ত্রণ এর পরেই বিজেপি বুঝতে পারে বরফ এবার সত্যিই গলতে চলেছে। বৈশাখী আরও জানিয়েছেন, আগামী দিনে তারা বিজেপিতে দিলীপ ঘোষের নেতৃত্বে কাজ করতে চলেছেন। বৈশাখী বলেছেন, দিলীপ দার মধ্যে আন্তরিকতার অভাব নেই। কিন্তু, এমন কেউ কেউ উঁচু পদে আছেন, যাদের জন্য দলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমি আশা করি, কাজের ক্ষেত্রে ভবিষ্যতে আর এরকম ভুল বোঝাবুঝি হবে না। আর এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলের ধারণা, এবারে বৈশাখীকে নিয়ে রাজনীতির নতুন ইনিংস খেলতে বিজেপির জার্সি গায়ে নিয়ে নামতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়।

Related Articles

Back to top button