আবারো অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা। ফের হাসপাতালে ভর্তি হলেন ৯৮ বছর বয়সী দিলীপ কুমার শ্বাসকষ্টের সমস্যা থাকায় মুম্বইয়ের খার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে। চিকিৎসক নিতিন গোখেলের অধীনে ভর্তি রয়েছেন ৯৮ বছর বয়সী অভিনেতা। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। সেকারণেই চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিনেতার স্ত্রী জানান, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছে অভিনেতার রবিবার সকালে এই শ্বাসকষ্ট বেড়ে যাওয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। শ্বাসকষ্টের কারণ জানতে নানান রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষানিরীক্ষাও করা হবে। তাঁর স্ত্রী আরো বলেন, সম্প্রতি কোভিড বেড়ে যাওয়াতে দিলীপ বাইরের কারো সঙ্গে করেননি। কারণ তাঁর শরীরে এখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
গত বছর নিজের দুই ছোট ভাইকে কোভিডের জন্য হারিয়েছেন অভিনেতা। ৮৮ বছরের আসলাম খান এবং ৯০ বছরের আহসান খান দু’জনেই কোভিডে মারা যান।
চলচ্চিত্র জগতে দিলীপ ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত ছিলেন তিনি। ১৯৪৪ সালে ‘বোম্বে টকিজ’-এর ব্যানারে ‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তারপর দিয়ে গিয়েছেন একের পর এক হিট ছবি। প্রায়ই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় দিলীপ কুমারকে। একাধিকবার এই বর্ষীয়াণ অভিনেতার নামে মৃত্যু গুজবও রটেছে। তবে এবারে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দিলীপ অনুরাগীরা!