বৃহস্পতিবার বিকেলে আরামবাগের সভায় বক্তব্য রাখছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানে শাসকদলের বিরুদ্ধে তিনি একরাশ অভিযোগ করেছেন। পরের পর বক্তব্য তিনি শাসকদলের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন। তবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পকে তিনি ‘যমের দুয়ারে সরকার’ প্রকল্প বলে কটাক্ষ করেছেন। আর এই মন্তব্যের পরেই হঠাৎ করে তার সভা ছেড়ে বেরিয়ে যেতে থাকেন মানুষ। সেই সময় দিলীপ ঘোষ সভার মানুষদের অনুরোধ করেন,”একটু বসুন।”
এদিন বিজেপির রাজ্য সভাপতি কে রীতিমত অনুনয়-বিনয় করতে দেখা গেল মানুষের উদ্দেশ্যে। তিনি আজ বলেছেন পশ্চিমবঙ্গের যা অবস্থা তার জন্যে দায়ী সম্পূর্ণরূপে তৃণমূল। ঠিক তখন তিনি দেখলেন তার জনসভা থেকে দলে দলে লোক বেরিয়ে যাচ্ছে। সেই ব্যাপারটি নজর করার পরে মানুষজনকে ফিরিয়ে আনার জন্য দিলীপ ঘোষ অনুরোধ করলেন,’কি হলো? আর দশ মিনিট বসুন। সময় হয়ে গেছে। একসঙ্গে বাড়ি যাবো। আমি তো অনেক দুর যাবো। আপনারা তো কাছেই যাবেন। একটু বসুন।’
সকলকে আবার জনসভায় ফিরিয়ে আনার পর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বললেন, যেভাবে তৃণমূলের লোকেরা দল ছেড়ে চলে যাচ্ছেন, আর কয়েকদিন পরে পিসি ভাইপো ছাড়া বাড়ি পাহারা দেবার জন্য আর কেউ থাকবে না। তার আরো কটাক্ষ, তৃণমূলের বিধায়ক, পঞ্চায়েত প্রধান দের ফোন ধরার জন্য আলাদা লোক দেওয়া হয়েছে। তারে ফোন এক এক জন পুলিশ কর্মী ধরছেন। পাছে যদি বিজেপির লোকের সঙ্গে কথা বলে দল ছেড়ে পালিয়ে যায়।