টলিউডবিনোদন

Ditipriya Roy: হট প্যান্টে ‘হট’ পর্দার রানিমা, দেখেই চোখ কপালে

Advertisement

বর্তমানে দিতিপ্রিয়া রায় টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানের তরুণ অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। ছোটপর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও, বর্তমানে তিনি বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও একাধিক কাজ করে ফেলেছেন। রাসমণি ধারাবাহিকে অভিনয় করার পরেই তার অভিনয় জীবনের মোড় ঘুরে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বড় বড় তারকারাও প্রশংসা করেছেন তার অভিনয়ের। সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক বোল্ড ছবির সূত্র ধরেই চর্চিত হচ্ছেন।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন দিতিপ্রিয়া। প্রায়ই নিজের একাধিক ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করে নিয়ে নজর কাড়তে দেখা যায় তাকে। এবার কাজের ফাঁকেই মাকে নিয়ে বেরিয়ে পড়েছেন ঘুরতে। টাকির একটি বিলাসবহুল রিসর্টেই কাটাচ্ছেন সময়। তুলছেন ছবিও। সময় কাটাচ্ছেন ইচ্ছামতির বুকে। এই মুহূর্তে সেইসমস্ত ঝলক শেয়ার করে নিয়েই একাংশের ঘুম উড়িয়েছে পর্দার রানিমা।

কদিন ধরেই নিজের ছুটি কাটানোর ঝলক শেয়ার করে নিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। কখনো ইচ্ছামতির বুকে নৌকার উপর বসে, আবার কখনো সাজানো গোছানো বাগানের দোলনায় বসেই ছবি শেয়ার করেছেন তিনি। তবে সম্প্রতি তাকে একটি স্লিভলেস সি-গ্রিন টপ ও ব্লু ডেনিম হট প্যান্টে দেখা গিয়েছে। আর তার এই লুক দেখেই নেটনাগরিকদের একাংশের চোখ কপালে। অভিনেত্রী এই রূপ কাউকে অবাক করেছে, আবার কাউকে মনে করিয়ে দিয়েছে রঘুবীরের কথা। আবার কেউ পর্দার রানিমার এই পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই মুহূর্তে ছুটির মেজাজে দিতিপ্রিয়া। অন্য আর কোন কিছুতেই মন নেই তার।

উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের স্বাধীনতা সংগ্রামী বীনা দাসের বায়োপিক তৈরি করতে চলেছেন। শোনা গিয়েছে, আসন্ন সেই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। পাশাপাশি তার অভিনীত ওয়েব সিরিজ ‘রাজনীতি’ এই মুহূর্তে চর্চায় রয়েছে দর্শকমাঝে। এই সিরিজেও তার অভিনয় কম প্রশংসিত হয়নি। সবমিলিয়ে দিতিপ্রিয়া যে বর্তমানের অন্যতম সফল একজন অভিনেত্রী, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Related Articles

Back to top button