বলিউডবিনোদন

সৌন্দর্যের দিক থেকে তামাম বলিউড অভিনেত্রীডের টেক্কা দিতে পারেন দিব্যা ভারতীর বোন, দেখুন ছবি

দিভ্যার বোন এখন নিজেও একজন অভিনেত্রী বলিউডে

Advertisement

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দের মধ্যে একজন ছিলেন দিব্যা ভারতী। প্রথম সিনেমা থেকেই তার অভিনয় দক্ষতার কারণে তিনি বলিউডে বেশ নাম করে নিয়েছিলেন খুব কম সময়ের মধ্যেই। দিওয়ানা, গীত এইরকম একাধিক সিনেমায় তার অভিনয় সকলের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। ভারতের জনগণের কাছে তিনি ছিলেন অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী।

এই অভিনেত্রীর অসাধারণ সৌন্দর্য্য তাকে এখনো জনপ্রিয় করে রেখেছে সকলের মধ্যে। খুব সময়ের মধ্যেই তিনি সিনেমার অফার পেতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু তার সিনেমার কেরিয়ার খুব একটা বেশিদিন চলেনি। মাত্র কয়েক বছর পর্যন্ত তিনি সিনেমা করতে পেরেছিলেন। তার মৃত্যুর রহস্য আজকেও অনেকের কাছে অজানা।

তবে তার মতই তার বোনও এখন বলিউডের একজন জনপ্রিয় তারকা অভিনেত্রী। তাকে আমরা একাধিক সিনেমায় অভিনয় করতে দেখেছি। খাট্টা মিঠা সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। তার নাম কায়নত অরোরা এবং তিনি এখন বলিউডে একাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন। তবে হ্যা, জানিয়ে রাখি, কায়নাত কিন্তু দিভ্যার নিজের বোন না, কাকার মেয়ে।

মডেলিং থেকে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে বলিউডের বেশ কিছু সিনেমায় তাকে আমরা দেখতে পেতে শুরু করি। ছোটবেলা থেকেই তিনি অভিনেত্রী হতে চেয়েছিলেন এবং অবশেষে তিনি নিজের স্বপ্ন সফল করেছেন। তার এই সমস্ত সিনেমায় অভিনয় শুধুমাত্র বলিউডে না জনগণের মধ্যেও তাকে জনপ্রিয় করে তুলেছে।

তার জন্ম হয়েছিল দেরাদুনে এবং সেখানেই তার পড়াশোনা। তবে তিনি নিজের গ্রাজুয়েশন করেছিলেন দিল্লি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে। প্রথম দিকে তিনি বেশকিছু বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন। মারুতি গাড়ি থেকে শুরু করে লাক্স সাবান সব জায়গাতেই আমরা তাকে দেখেছিলাম একেবারে প্রথম দিকে।

২০১১ সালে তিনি হিন্দি সিনেমা গ্র্যান্ড মস্তি’তে কাজ করেন। এছাড়াও কিছু পাঞ্জাবি সিনেমাতেও আমরা তাকে অভিনয় করতে দেখেছি। ২০১১ সালে তামিল সিনেমা মনকথাতেও তাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও রাম গোপাল ভার্মার সিনেমা সিক্রেটেও তিনি কাজ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়াতেও বরাবর অ্যাকটিভ থাকেন। প্রায় ২ মিলিয়ন ফলোয়ার রয়েছে তার। চলুন দেখে নেওয়া যাক তার শেয়ার করা কিছু দুর্দান্ত ছবি।

Related Articles

Back to top button