দীপাবলিতেও থাকবে বোনাস, লক্ষ্মী পুজোতে বড় সুখবর নিয়ে হাজির নবান্ন
কবে পেতে চলেছেন সরকারি কর্মচারীরা এই দীপাবলি বোনাস?
নবান্নের নির্দেশে এবার ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়েজের অন্তর্গত প্রত্যেকেই গত মাসে তাদের দুর্গাপূজার বোনাস এবং বেতনের পুরোটা পেয়েছেন নির্দিষ্ট সময়ের আগে। তবে এবারে তাদের জন্য রয়েছে আরও বিশেষ সুখবর। এবারে দীপাবলিতে বিশেষ সুখবর রয়েছে সরকারি কর্মচারীদের জন্য। আগামী ২৪ শে অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে কালীপুজো। এর আগেই সরকারি কর্মীরা মাসের বেতন পেয়ে যাবেন, যা অনেকটাই কালীপুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য একটা বোনাসের মতো কাজ করতে চলেছে। কিন্তু কবে ঢুকবে এই মাইনে? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
বাঙ্গালীদের জন্য বছরের সবথেকে বড় উৎসবমুখর মাস হল অক্টোবর। দুর্গাপুজো লক্ষ্মীপূজো কালীপুজো ছট পুজো ভাইফোঁটা সবকিছুই অক্টোবর মাসেই থাকে। একই মাসে এতগুলো পুজো হওয়ার কারণে বাঙালির পকেট থাকে একেবারেই ফাঁকা। কিন্তু উৎসব প্রিয় বাঙালি আনন্দে কিন্তু বিভোর। তাই যদি পুজোর আগে কম-বেশি বেতন পেয়ে যাওয়া যায় তাহলে আর কার না ভালো লাগে। নবান্নের তরফে ওয়েস্ট বেঙ্গল এম্প্লয়িজের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বেতন, স্টাইপেন্ড, সাম্মানিক এবং প্রকল্প সবকিছুই এ মাসে ক্লিয়ার করে দেওয়া হবে। এবারে দুর্গাপুজো উপলক্ষে ৩০ শে সেপ্টেম্বর থেকে সমস্ত অফিস রয়েছে ছুটি তাই সেই বেতন আগের মাসেই পেয়ে গিয়েছিলেন সরকারি কর্মচারীরা।
রাজ্যবাসীর যেন এই সংক্রান্ত বিষয়ে কোনো রকম টাকা পেতে অসুবিধা না হয় তার জন্য ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা যাচ্ছে সকল রাজ্য সরকারি কর্মীদের বেতন আগামী একুশে অক্টোবর এর আগেই ক্লিয়ার করে দেবে নবান্ন। তবে শুধুমাত্র এই নির্দেশিকা কিন্তু বর্তমান কর্মচারীদের জন্যই। পেনশন ভোগীদের জন্য কিন্তু এই সুবিধা বর্তমান নয়। তারা নির্দিষ্ট দিনে ১লা নভেম্বর তারিখেই নিজেদের পেনশন পাবেন।