নিউজরাজ্য

গুজবে কান দেবেন না, পশ্চিমবঙ্গে কোন ডিটেনশন ক্যাম্প নয়, এমনই জানিয়ে দিল রাজ্য সরকার

Advertisement

এনআরসি ক্যাবের আবহে পশ্চিমবঙ্গের তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প, একটি তৈরি হচ্ছে নিউটাউনে এবং অন্যটি হচ্ছে উত্তর ২৪ পরগনার বনগায়, কিন্তু এটি একেবারেই মিথ্যে, এর কোন ভিত্তি নেই, এমনটাই জানিয়ে দিল রাজ্য সরকার।

বনগাঁ এবং নিউটাউনে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে সেটা কখনোই এনআরসির জন্য নয় সেটা তৈরি হচ্ছে ফৌজদারি অপরাধে জড়িত বিদেশিদের জন্য।

আরও পড়ুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

সোশ্যাল মিডিয়ায় এই ডিটেনশন ক্যাম্প এর খবর ছড়িয়ে পড়তেই রাজ্য সরকার বেশ অস্বস্তিতে পড়ে। কিন্তু পরে তারা একেবারেই জানিয়ে দেয় যে এই খবরটি একেবারেই মিথ্যে। ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে কিন্তু সেটা কখনোই এনআরসির জন্য নয়।

এ প্রসঙ্গে বামপন্থী ও দলনেতার সুজন চক্রবর্তী বলেছেন, তৃণমূল কংগ্রেস তো এনআরসি বিরোধী তবে তারা কেন ডিটেনশন ক্যাম্প তৈরি করছেন? শুধু তাই নয় তিনি আরো বলেন বিজেপি এবং তৃণমূল হয়তো গোপনে একটা নিজেদের মধ্যে সমঝোতা তৈরি করার চেষ্টা করছেন। তবে গাছের কারামন্ত্রী জানিয়ে দেন যে, এই ডিটেনশন ক্যাম্পের সঙ্গে এনআরসির কোনো যোগ নেই, তাই এটি গুজব।

Related Articles

Back to top button