আপনার SBI এ অ্যাকাউন্ট আছে? তাহলে জেনে নিন, নাহলে কাটা হবে আপনার টাকা

Advertisement

Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম ব্যাংক। নিজের অ্যাকাউন্টে ন্যূনতম কত ব্যালেন্স রাখতে হবে তা জানিয়েছে এ ব্যাংক। না হলে প্রতি মাসে পেনালটি স্বরূপ টাকা কাটা হবে।

Advertisement

সব শাখাতেই ব্যালেন্স আবার সমান নয়। 3000 টাকা হল শহরে ন্যূনতম ব্যালেন্স। পেনাল্টি চার্জ করা হবে ন্যূনতম ব্যালেন্স কম হলে। এই নিয়মটি একমাত্র সেভিংস অ্যাকাউন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য এলাকার ব্যালেন্স এর অংক এর থেকে আলাদা। আধা শহরাঞ্চলে ব্যালেন্স 2000 টাকা ও গ্রামীণ অঞ্চলে 1000 টাকা।

Advertisement

তবে এই ধরনের নিয়ম জনধন যোজনা বা অন্য কোনো প্রকল্পে প্রযোজ্য নয়। এছাড়া স্মল একাউন্ট বা অন্য কোনো একাউন্টে এই নিয়ম প্রযোজ্য নয়।

Advertisement