সেভিংস অ্যাকাউন্টে এর চেয়ে বেশি টাকা রাখলে আসতে পারে ইনকাম ট্যাক্স নোটিশ, আজকেই হোন সাবধান
বর্তমানে সেভিংস অ্যাকাউন্টধারীদের জন্য ৫০ লাখ টাকার ওপর কোনো রকম ট্যাক্স গ্রহণ করা হয় না।
কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের তত্ত্বাবধানে বিগত বেশ কয়েক বছর ধরে বিশেষ সক্রিয় হয়ে উঠেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। বার্ষিক ৫ লাখ টাকার বেশি অর্থ উপার্জনকারী ব্যক্তিদের নির্দিষ্ট হারে ট্যাক্স প্রদানের নীতি ইতিমধ্যে প্রকাশিত করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া। তবে এবার সেভিংস অ্যাকাউন্ট থেকে ঢাকা উত্তোলন করার ক্ষেত্রে নয়া নীতি চালু করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। নগদ লেনদেনের উৎসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট (টিডিএস)।
TDS ভারতীয় আয়কর বিভাগের একটি অবিচ্ছেদ্য অংশ। এই আইনগুলো মূলত সেভিংস অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে কার্যকর করা হয়। যা ভারত সরকার সীমাহীন অর্থের চাহিদা, ডিজিটাল পদ্ধতিতে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে এবং হিসাব বিহীন অর্থের প্রকোপ কমাতে চালু করেছে। একটি নির্দিষ্ট সেভিংস অ্যাকাউন্টে নির্ধারিত হিসাবের বাইরে অর্থ জমা করলে এই আইনের আওতায় আসবেন গ্রাহকরা। ১০ লাখ টাকা বা তার চেয়ে বেশি পরিমাণ অর্থ যে কোন সেটিংস অ্যাকাউন্টে জমা করলে আয়কর বিভাগের চোখে পড়বেন গ্রাহকরা। পাশাপাশি, বিপুল অর্থ আদান প্রদানের জন্য আইনি নোটিশ পেতে পারেন ওই ব্যক্তি।
বর্তমানে সেভিংস অ্যাকাউন্টধারীদের জন্য ৫০ লাখ টাকার ওপর কোনো রকম ট্যাক্স গ্রহণ করা হয় না। তবে নির্ধারিত গণ্ডি পার করলে অবশ্যই ব্যাংকগুলিকে আয়কর বিভাগের কাছে লেনদেনের রিপোর্ট দিতে হবে। নগদ উত্তোলন -নগদ তোলার সঙ্গে সম্পর্কিত TDS নিয়মগুলি ভারতীয় আয়কর আইনের ১৯৪N ধারা দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। এই আইনে বলা হয়েছে, একটি নির্দিষ্ট বছরে ১ কোটি টাকার বেশি আদাল প্রদান করা হলে দুই শতাংশ TDS কেটে নেওয়া হবে। পাশাপাশি, যে ব্যক্তিরা নিজেদের আয়কর রিটার্ন ফাইল করেননি তাদের ক্ষেত্রে এক কোটি টাকার বেশি আদান প্রদান করার ক্ষেত্রে ৫ শতাংশ TDS কেটে নেওয়া হবে।