Today Trending Newsটেক বার্তাদেশ

Traffic Rules: ট্রাফিক পুলিশ চাইলে আপনার গাড়ি থেকে চাবি কিংবা হওয়া খুলতে পারেনা, ট্রাফিক নিয়ম কি বলে জানেন?

ভুলক্রমে গাড়ির চালক যদি ট্রাফিক আইন ভঙ্গ করে, সে ক্ষেত্রে তাকে ট্রাফিক পুলিশ মোটা অংকের টাকা জরিমানা করে থাকে।

Advertisement

আজকাল প্রায় প্রত্যেকের বাড়িতে শোভা পাচ্ছে বাইক অথবা গাড়ি। ফলে প্রত্যেকেই সেই সমস্ত যানবাহন নিয়ে যাতায়াত করছেন রাজপথে। আর তখনই নিজের অজান্তে অনেকেই ভঙ্গ করে ফেলছেন ট্রাফিক আইন। যার জন্য মোটা অংকের টাকা জরিমানা থেকে শুরু করে নানা ধরনের শাস্তি পেয়ে থাকেন গাড়ির চালক। তবে ভারতের ট্রাফিক আইন অনুসারে সাধারণ নাগরিকদের জন্য এমন কয়েকটি সুবিধা বরাদ্দ করা হয়েছে, যে গুলির মাধ্যমে খুব সহজে বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আপনি। শুধুমাত্র সেই নিয়ম সম্পর্কে সঠিক তথ্য এবং তার প্রয়োগ জানতে হবে আপনাকে।

ভুলক্রমে গাড়ির চালক যদি ট্রাফিক আইন ভঙ্গ করে, সে ক্ষেত্রে তাকে ট্রাফিক পুলিশ মোটা অংকের টাকা জরিমানা করে থাকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে চাবি খুলে নিচ্ছেন ট্রাফিক পুলিশ। তবে আপনি কি জানেন, একজন কনস্টেবল আপনার গাড়ি থেকে চাবি খুলতে পারেন না কিংবা আপনাকে গ্রেফতার করতেও পারেন না। তিনি শুধুমাত্র আপনার অপরাধের জন্য ১০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। তবে জরিমানা করার জন্য অবশ্যই চালান কিংবা ই-চালান মেশিনের পাশাপাশি সম্পূর্ণ ড্রেস পড়ে থাকতে হবে ওই কনস্টেবলকে। তবে এই নিয়ম না জানার পরে অনেকেই পুলিশের ড্রেস দেখে ভয় পেয়ে শত শত টাকা জরিমানা প্রদান করেন।

ইন্ডিয়ান মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী, ১৯৩২ এর অধীনে স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র একজন ASI কিংবা SI পদস্থ পুলিশ কর্মকর্তা আপনাকে ট্রাফিক আইন উলঙ্ঘনের জন্য জরিমানা ধার্য করতে পারেন। ট্রাফিক কনস্টেবল শুধুমাত্র উচ্চপদস্থ আধিকারিককে সেই কাজে সাহায্য করতে পারেন। এমনকি কারোর গাড়ি থেকে চাবি খুলে নেওয়া কিংবা টায়ার থেকে হওয়া বের করে দেওয়ার অধিকার নেই একজন ট্রাফিক কনস্টেবলের। শুধু তাই নয়, আপনার সাথে কোন খারাপ ব্যবহার করার অধিকার নেই ট্রাফিক কনস্টেবলের। এসব করে আপনাকে হয়রানি করলে ওই কনস্টেবলের বিপক্ষে অভিযোগ জানানোর অধিকারও রয়েছে আপনার।

Related Articles

Back to top button