জ্যোতিষ শাস্ত্রের মতে হাতের করতলে বিভিন্ন স্থানের তিল বিভিন্ন ফল দায়ী হয়ে থাকে। তবে হাতের যে স্থানে তিল থাকলে মহা বিপদ হতে পারে বিস্তারিত জেনে নিন।
1) রবির ক্ষেত্রে: রবি ক্ষেত্রে তিল থাকলে সন্মান হানি, অপযশ এবং চক্ষুরোগ হতেপারে।
2) শনির ক্ষেত্রে: শনি ক্ষেত্রে তিল থাকলে বিভিন্ন রোগে ভুগতে হতেপারে এবং প্রচুর ঝামেলায় পড়তে পারেন।
3)রাহুর ক্ষেত্রে: হাতের তালুর রাহু ক্ষেত্রে তিল থাকলে ঝগড়া, অশান্তির কবলে পড়বেন এমনকি জেলে পর্যন্ত যেতে হতে পারে আপনাকে।
4)চন্দ্র ক্ষেত্রে: চন্দ্র ক্ষেত্রে তিল থাকলে জলে বিপদ এবং মাথার সমস্যা হতে পারে।