Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিশা পাটানি বিকিনি পরে টাইগারকে বললেন, ‘ডু ইউ লাভ মি’

কৌশিক পোল্ল্যে: আজই মুক্তি পেল টাইগার শ্রফ অভিনীত মেজর অ্যাকশন ফিল্ম ‘বাগী 3’ এর নতুন গান ‘ডু ইউ লাভ মি’। গানটি ইতিমধ্যেই 1 মিলিয়নেরও বেশি ভিউস পেরিয়েছে। ছবিতে টাইগারের বিপরীতে…

Avatar

কৌশিক পোল্ল্যে: আজই মুক্তি পেল টাইগার শ্রফ অভিনীত মেজর অ্যাকশন ফিল্ম ‘বাগী 3’ এর নতুন গান ‘ডু ইউ লাভ মি’। গানটি ইতিমধ্যেই 1 মিলিয়নেরও বেশি ভিউস পেরিয়েছে। ছবিতে টাইগারের বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কাপুর, যদিও এই আইটেম সং টিতে দর্শকদের জন্য রইল নতুন চমক, কারন গানের মূল মধ্যমনি যে বোল্ড অ্যান্ড দ্য সেক্সিয়েস্ট দিশা পাটানি। গানের কথাতেই টাইগারকে দিলেন প্রেমের প্রস্তাব। বাগী ফ্র্যানচাইজির তৃতীয় ছবি এটি। পরপর তিনটি ছবিতে ফিচার্ড হন টাইগার যদিও নায়িকা হয়েছে অদল বদল। প্রথম সিনেমায় টাইগারের বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর, এরপর দ্বিতীয় ছবিটিতে দিশা পাটানিকে রাখা হয়। এবারের ছবিটিতে রয়েছেন এই দুইজনেই, তবে শ্রদ্ধাকে মূল অভিনেত্রী হিসেবে ফিরিয়ে আনা হয়।

নতুন গানটিতে বিকিনি পরিহিতা অবতারে ধরা দিলেন দিশা, যদিও এটি তার কাছে বা তার অনুরাগীদের কাছে নতুন কিছু নয়, কারন তিনি প্রায়শই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে নানা ভঙ্গিমায় বিভিন্ন বিকিনি লুক ইতিমধ্যেই প্রকাশ করেছেন। পুরো গানটিতে ধরা পড়েছে তার বোল্ড অ্যাটিটিউড যা দেখে মুগ্ধ অগনিত দর্শকরা। তবে একটি গোটা গানে দিশার এরকম অ্যাপিয়ারেন্সে হতাশ হয়েছেন অনেকে। গানটির কমেন্টবক্স তারই সাক্ষী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : খোলা পোশাকে শ্রাবন্তীর স্নানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, দেখুন সেই ছবি

বলিপাড়ার গুজব অনুযায়ী টাইগার ও দিশার সম্পর্কের অবনতি হয়েছে, অনেকে বলেন বহুদিন আগেই তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সেই আগুনে ঘৃতাহুতি দিলেন এই যুগল। তবে কী আবার নতুন করে একে অপরের প্রেমে পড়লেন এই জুটি! প্রশ্ন ঘনাচ্ছে আশার মেঘ। এই ছবির বেশিরভাগ শ্যুটিংটাই হয়েছে সাইবেরিয়া ও রাজস্থানে। দিশা এছাড়াও তার বর্তমান প্রজেক্টে ‘মালাঙ’ নিয়ে ব্যস্ত রয়েছেন। আসন্ন ছবির নতুন গানটির ঝলক নীচে রইল আপনার জন্য।

About Author