আজকের দিনে সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি হয়ে উঠেছে। গান, নাচ, ফ্যাশন বা যে কোনও সৃজনশীল প্রতিভাই হোক, এক মুহূর্তে লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে। আর সেই দুনিয়ায় এবার নতুন তারকা হিসেবে সামনে এসেছেন ত্বকের ডাক্তার নেহা চৌহান।
পেশায় তিনি একজন স্কিন স্পেশালিস্ট ডাক্তার, তবে রোগীর প্রেসক্রিপশনের বাইরে তাঁর আরেকটি পরিচয় আছে—তিনি একজন প্রতিভাবান নৃত্যশিল্পী। চিকিৎসার কাজ সামলানোর পাশাপাশি নাচের প্রতি তাঁর ভালবাসা বরাবরের। সেই প্রতিভাকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরে এখন আলোচনায় নেহা।
সম্প্রতি নেহা চৌহানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে দেখা গেছে জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এর তালে দুর্দান্ত নাচ করতে। ভিডিওটিতে তাঁর আত্মবিশ্বাসী পারফরম্যান্স, স্টাইল ও অভিব্যক্তি দর্শকদের মন ছুঁয়ে গেছে। অনেকেই মন্তব্য করেছেন, ডাক্তার হয়েও এমন পারফরম্যান্স সত্যিই অবিশ্বাস্য।
ভিডিওতে নেহাকে দেখা গেছে সবুজ রঙের পোশাকে, যা গানের মূল ভিডিওতে অভিনেত্রী তমন্না ভাটিয়ার সাজের সঙ্গে হুবহু মিলছে। এই মিলই ভক্তদের আরও আকর্ষণ করেছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এরকমও ডাক্তার হয় নাকি?” আবার কেউ কেউ মজার ছলে বলেছেন, “তমন্নার মতো নাচলেও নেহার নিজস্ব কায়দা আলাদা ভাবে নজর কেড়েছে।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেহা চৌহান সোশ্যাল মিডিয়ায় নতুন পরিচয় পাচ্ছেন। নেটিজেনরা শুধু তাঁর নাচ নয়, তাঁর আত্মবিশ্বাস এবং ক্যারিশমাকেও প্রশংসা করছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ডাক্তার হিসেবে যেমন সেবা দিচ্ছেন, তেমনি নাচের মাধ্যমে আমাদের বিনোদনও দিচ্ছেন।”
নেহার এই জনপ্রিয়তা আবারও প্রমাণ করল, সোশ্যাল মিডিয়া আজকের দিনে প্রতিভা প্রকাশের সেরা প্ল্যাটফর্ম। যে কোনও সাধারণ মানুষ প্রতিভা থাকলেই হয়ে উঠতে পারেন ভাইরাল সেনসেশন। নেহার মতো একজন চিকিৎসকও যদি নাচের মাধ্যমে আলোচনায় আসতে পারেন, তবে অন্যরাও অনুপ্রাণিত হবেন নিজের প্রতিভা তুলে ধরতে।
Two of America’s most recognizable pop culture icons are officially free for creative reuse. Betty…
Prince Harry may be preparing a new project that could deepen tensions within the royal…
Happy New Year! As 2026 begins, pop culture fans are being invited to take one…
Actor and musician Will Smith has been sued by a former tour violinist who alleges…
Reality star and entrepreneur Kim Kardashian is reportedly open to finding love again, even as…
Melora Hardin, widely recognized for her work in The Office and Monk, has shared a…