এদিন ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই দু’দিনের সফরে রয়েছে কয়েকটি কর্মসূচি। আকাশপথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে তার সাথে প্রথম দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের ভারত সফরে তার সঙ্গে এসেছেন মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভানকা এবং জামাতা জ্যারেড কুশনার।
রেড কার্পেটের উপর দিয়ে এসে তাদের শ্রদ্ধা জানানো হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি রোড শোয়ের মাধ্যমে যান আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। সেখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে প্রায় ১.১ লাখ জনতার সামনে ভারতের সিনেমা জগৎ সম্পর্কে প্রসংশা বাক্য ছুড়ে দেন। তারমধ্যে শাহরুখ খান ও কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ও উল্লেখ ছিল।
আরও পড়ুন : ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন মোদীর, ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট
এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ভারতীয় সিনেমার প্রসংশা করেছিলেন ভারত সফরে এসে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বছরে প্রায় ২০০ টি ছবি তৈরি করে ভারত। বলিউডের প্রসংশা করে তিনি বলেন, প্রতিভা ও সৃজনশীলতার ক্ষেত্রে বলিউড সর্বোত্তম। তিনি এছাড়াও শাহরুখ খানের প্রসংশায় পঞ্চমুখ। ট্রাম্পের মুখে সিনেমা জগতের প্রসংশা শুনে সিনেমাপ্রেমী শ্রোতারা আনন্দিত হন। শাহরুখ খানের ভক্তরা আনন্দে উচ্চস্বরে চিৎকার শুরু করে এবং করতালি প্রদান করেন।