Today Trending Newsদেশনিউজ

ট্রাম্পের উচ্চারণ নিয়ে শোরগোল নেটদুনিয়া, একের পর এক ভুল উচ্চারণ ট্রাম্পের

Advertisement

মোতেরার স্টেডিয়ামের ভিড় সত্যি চোখে পড়ার মত। ট্রাম্প এর জন্য এত সব আয়োজন। সারা স্টেডিয়াম আলোতে সাজিয়ে তলা হয়েছে। এই স্টেডিয়ামে বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সেই বক্তব্য রাখতে গিয়েই হল বিপত্তি। ট্রাম্প তার বক্তব্যতে বেশ কিছু উচ্চারণ এমন যা রীতিমত বিভ্রান্তিকর। ভারত – পাক সম্পর্ক থেকে শুরু করে মোদীর প্রশংসা, এমনকি ক্রিকেট থেকে স্বামীজীর কথাও তিনি তার এই বক্তব্যে তুলেছেন। তবে সেগুলির উচ্চারণ নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়াতে শোরগল পড়ে গেছে।

ট্রাম্পের বেশ কিছু ভুল উচ্চারণের মাঝে রয়েছে “স্বামী বিবেকানন্দ”র উচ্চারণ। যা তিনি বলেছেন “স্বামী বিবেকামন্নন”। এমনকি বেদের প্রসঙ্গে তিনি ” ভেদাস” বলতে গিয়ে বলেছেন ” ভেগাস”। আবার ক্রিকেটার  সচিন তেন্দুলকার নামের উচ্চারণ করেছেন “সুচ্চিন তেন্দুলকার” বলে। নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক প্রশংসা করেছেন। সেখানে ও ভুল উচ্চারণ তার পিছু ছাড়েনি।” চা-ওয়ালা”-কে তিনি বলেছেন ” চি-ওয়াল্লা”।

আরও পড়ুন : ভারত সফরে ট্রাম্প, ‘DDLJ’ প্রসংশা করলেন মার্কিন প্রেসিডেন্ট

ভারতের দুটি বিখ্যাত সিনেমার কথা য় তিনি তার বক্তব্যে রাখেন, যার মধ্যে আবার একটার উচ্চারণ ভুল। ” শোলে ” সিনেমার নামকে তিনি বলেছেন” শোজে”। তবুও কিন্তু হাততালি থামেনি। ট্রাম্পের এই ভুল উচ্চারণ এও সারা স্টেডিয়াম জুড়ে হাততালি চলেছে। ট্রাম্প আমেরিকান ইংরেজিতে পারদর্শী। তবু ও তিনি যে ভাষাতে বক্তব্য রাখবেন সেই ভাষা নিয়ে একটু বেশি প্র্যাকটিস করলে আর এই লজ্জাজনক অবস্থাতে ট্রাম্পকে পড়তে হয়ত না বলে দেশের মানুষ মনে করছেন।

Related Articles

Back to top button