এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক ডাউন প্রসঙ্গে কথা বলার সময় রাজ্যগুলির প্রতি তিনি আশ্বাস দেন, কেন্দ্র সমস্ত রাজ্যের পাশে আছে। করোনা মোকাবিলায় সবসময় সব রাজ্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র, এমনভাবেই আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের হার। তার সঙ্গে মৃত্যুও হচ্ছে।
আর এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি বার্তা দেন আক্রান্তের ও মৃতের সংখ্যা কোনো রেষারেষির বিষয় নয়। তাই সংক্রমণ বা মৃত্যুর হার বাড়লেও তা কোনো খারাপ বিষয় নয়। যেকোনো রাজ্যে করোনার প্রকোপে সংক্রমণ বাড়লে সেই রাজ্যের মানুষদের বোঝাতে হবে। সংক্রমণ রুখতে টেস্ট বাড়াতে হবে। মানুষকে আশ্বস্ত করলে তারা নিজে থেকেই টেস্টিং এর জন্য যাবেন।
এছাড়াও তিনি বলেন, যে রাজ্যে আক্রান্তের হার কম সেই রাজ্যকে কেউ মহান রূপে অ্যাখ্যা দেবে না বা যেই রাজ্যে সংক্রমণ বেশি ছড়িয়েছে তাদের কেউ দোষী সাব্যস্ত না। সুতরাং সবাইকে মিলে এই করোনার বিরুদ্ধে লড়তে হবে। মাস্ক ও সামাজিক দুরত্বের বিষয়েও প্রধানমন্ত্রী সতর্ক বার্তা দিয়েছেন। তিনি মনে করেন আগামী বেশ কিছুদিন মাস্ক আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠবে।
তাই তিনি সামাজিক দুরত্ব বজায় রাখতে ও মাস্ক পরতে দেশবাসীকেও পরামর্শ দিয়েছেন। এছাড়া যেসব রাজ্য গ্রিন জোনের অন্তর্ভুক্ত সেখনে নজর রাখতে বলেছেন। রেড জোনের অন্তর্ভুক্ত এলাকাতে খুব বেশি লক ডাউন শিথিল করা যাবে না বলেও নজর রাখতে পরামর্শ দেন তিনি।