Money Making Scheme: কোন কোন স্কিমে টাকা রাখলে ডবল হবে? জেনে নিন বিস্তারিত

আজকের যুগে দাঁড়িয়ে প্রত্যেকেই নিজের মতন করে নিজেদের এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আগ্রহী থাকেন। পাশাপাশি তারা নিজের পরিবারের সদস্যদের ভবিষ্যত আর্থিক চিন্তামুক্তির কথাও মাথায় রাখেন। প্রত্যেকেই চান অবসরের…

Avatar

আজকের যুগে দাঁড়িয়ে প্রত্যেকেই নিজের মতন করে নিজেদের এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আগ্রহী থাকেন। পাশাপাশি তারা নিজের পরিবারের সদস্যদের ভবিষ্যত আর্থিক চিন্তামুক্তির কথাও মাথায় রাখেন। প্রত্যেকেই চান অবসরের পর নিশ্চিন্তে জীবন কাটাতে। এক্ষেত্রে কোনো একটি প্রকল্প বিনিয়োগ করে বেশি কিংবা দ্বিগুণ রিটার্নের আশা করেন অনেকেই। এই নিবন্ধের সূত্র ধরে তেমনি কিছু প্রকল্পের কথা সকলের উদ্দেশ্যে জানানো হবে যেখানে টাকা বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া সম্ভব।

১) ফিক্সড ডিপোজিট- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়ানোর কারণবশতই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপাতত অন্ততপক্ষে ৬% হারে সুদ মিলবে। আর এই সুদের পরিমাণ অনুযায়ী ১২ বছরে মিউচুয়াল ফান্ডে থাকা নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হবে।

২) পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড)- এটি বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এক্ষেত্রে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ মেলে। এক্ষেত্রে বিনিয়োগ করা টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ১০.১৪ বছর।

৩) সুকন্যা সমৃদ্ধি যোজনা- এটি শুধুমাত্র কন্যা সন্তানদের জন্যই চালু করা হয়েছিল। এই যোজনায় বিনিয়োগ করার সমস্ত টাকা গ্রাহকের কন্যা সন্তানই নিজেদের প্রয়োজনে পাবে। এই যোজনার ক্ষেত্রে বার্ষিক ৮% হারে সুদ মেলে। হিসাব অনুযায়ী, এই যোজনায় বিনিয়োগ করার টাকা ১৫ বছরে দ্বিগুণ হবে।

৪) কিষান বিকাশ পত্র- কৃষকদের জন্য এটি একটি জনপ্রিয় প্রকল্প। এক্ষেত্রে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ মেলে। ১০ বছর ৩ মাসেই প্রকল্পের টাকা দ্বিগুণ হয়ে যায়।

৫) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- এটি একটি জনপ্রিয় সরকারি প্রকল্প। বার্ষিক ৭.৭ শতাংশ হারেই সুদ পাওয়া যায় এই প্রকল্পের ক্ষেত্রে। এই প্রকল্পে বিনিয়োগ করা টাকা দ্বিগুণ হতে সময় লাগে প্রায় ১০.৫৮ বছরে।