দুদিন বাড়ার পর আবার কমলো সোনার দাম। বাজেটের ঠিক একদিন আগেই দাম কমলো সোনার। শুক্রবার ০.৮৫% দাম কমে সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৪০,৬৩০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে উল্লেখযোগ্য ভাবে। রুপোর দাম ১% কমে প্রতি কেজিতে ৪৬,৪৩৯ টাকা হয়েছে। বাজেটের ঠিক একদিন আগে সোনার দামে এই পতনে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই খুশি।
গত দুদিন পর পর দাম বাড়ছিল সোনার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সোনার দাম ৪০০ টাকার বেশি বেড়েছিল। সেইখানে আজ অনেকটাই কমলো সোনার দাম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দামে এই পতন আগামী কয়েকদিন বজায় থাকতে পারে। এই বিবাহের মরসুমে সোনার দাম কমার ফলে সাধারণ মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলের মুখেই যে হাসি ফুটবে সেকথা বলাই যায়।