Dual gauge train: এই দেশে তিনটি ট্র্যাকে চলে ট্রেন, কেন ব্যবহার করা হয় এই তিনটি ট্র্যাক? জানুন আসল কারণ
বাংলাদেশে মূলত তিনটি রেলপথ ব্যবহার করা হয় ট্রেন চলাচলের জন্য
আপনারা সবাই হয়তো কোন না কোন সময় ট্রেনে একবার না একবার ভ্রমণ করেছেন। কখনো হয়তো নিজের পছন্দ সেই জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আবার কখনো প্রতিদিন কাজের জন্য নিশ্চয়ই একবার ট্রেনে ভ্রমণ করেছেন আপনি। আপনি অবশ্যই দেখেছেন ভারতীয় রেল সাধারণত দুটি ট্র্যাকে ট্রেন পরিচালনা করে থাকে। তবে আপনাদের জানিয়ে রাখি পৃথিবীতে এমনও একটি দেশ রয়েছে যেখানে কিন্তু তিনটি লাইনে ট্রেন চলে। আজকে আমরা বিশ্বের সেই অদ্ভুত দেশটির ব্যাপারেই আপনাকে জানাতে চলেছি। তার পাশাপাশি আমরা জানাতে চলেছি সেই বিশেষ ট্রেনের ব্যাপারে কিছু বিশেষ কথা।
যদি আমরা এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্কের কথা বলি তাহলে ভারতীয় রেল এই তালিকায় একেবারে এক নম্বরে রয়েছে। এর পাশাপাশি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হলো ভারতীয় রেল। প্রতিদিন ১৩ হাজারেরও বেশি যাত্রীবাহী ট্রেন রেলওয়ে দ্বারা পরিচালিত হয়ে থাকে। সাত হাজারেরও বেশি রেলস্টেশন রয়েছে ভারতে। কিন্তু ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে তিনটি ট্র্যাকে ট্রেন চলে। দুটি ট্রাকে চলমান ট্রেন কে সাধারণত ব্রডগেজ বলা হয়। কিন্তু বাংলাদেশের ট্রেন চলাচলের জন্য ব্যবহার করা হয় ডুয়েল গেজ টেকনোলজি। এই কারণেই বাংলাদেশের ট্রেন চলাচলের জন্য রয়েছে তিনটি ট্র্যাক।
প্রতিটি রেলওয়ে ট্র্যাক গেজ অনুযায়ী তৈরি করা হয়েছে। এই কারণে ট্রাকের প্রস্থ বিভিন্ন অংশে পরিবর্তিত হতে পারে। এখানে রেলপথ বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত এবং বাংলাদেশে মোট ২৮৫৫ কিলোমিটার জায়গা জুড়ে ট্রেন চলাচল করে থাকে। বাংলাদেশে মোট তিন ধরনের রেলপথ আপনারা দেখতে পাবেন। এগুলি হল যথাক্রমে মিটারগেজ, ব্রডগেজ এবং ডুয়েল গেজ। এর আগে শুধুমাত্র মিটারগেজ এবং ব্রডগেজে ট্রেন চলাচল করতো। কিন্তু তারপর সময়ের সাথে সাথে ট্রেন পরিবর্তিত হতে থাকে বাংলাদেশে।
তবে বাংলাদেশের পুরনো রেল ট্র্যাক একেবারেই পরিবর্তন করা হয়নি। সেই কারণেই লোকোমোটিভ কোচে পরিবর্তন আনার সাথে সাথে আরো একটি লাইন বাড়িয়ে দেওয়া হয়। এরমধ্যে তিন নম্বরটি হলো সাধারণ গেজ। কমন গেজ বিভিন্ন গেজের ট্রেনের জন্য উপযোগী। সেই কারণে প্রত্যেকটি ট্রেন মূলত এই লাইনের উপর দিয়ে চলতে পারে স্বচ্ছন্দে। ফলে বাংলাদেশের ট্রেন চলাচলে এখন আর কোনো তেমন অসুবিধা হয় না। তবে শুধু বাংলাদেশ একা নয় পৃথিবীতে আরো কয়েকটি দেশ আছে যারা ডুয়েল গেজ ব্যবহার করে থাকে।