দেশনিউজ

লকডাউনের ফলে বন্ধ ট্রেন, ৩ রা মে পর্যন্ত সমস্ত বুকিং বাতিল করলো রেল

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ৩ রা মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে আগামী ৩ রা মে পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে রেল মন্ত্রক। এবার ৩ রা মে পর্যন্ত সমস্ত বুকিং টিকিট বাতিল করল ভারতীয় রেল। রেল সূত্রে খবর ১৫ ই এপ্রিল থেকে ৩ রা মে পর্যন্ত প্রায় ৩৯ লক্ষ টিকিট বুকিং ছিল। সমস্ত টিকিটই বাতিল করল রেল। ১৪ ই এপ্রিল লকডাউন শেষ হবে এই আশায় মানুষ ট্রেনের টিকিট বুকিং করেছিলেন।

Advertisement
Advertisement

লকডাউনের মেয়াদ সেই সমস্ত টিকিট বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল। বাতিল হওয়া টিকিটের টাকা ফেরত পাবেন গ্রাহকরা, এমনটাই জানিয়েছে রেল। ভারতীয় রেল সূত্রে আরও জানা হয়েছে, অনলাইনে বুকিং করা টিকিটের টাকা ন্যাশনাল ট্রান্সপোর্টার থেকে ফেরত পাবেন গ্রাহকরা। অন্যদিকে টিকিট কাউন্টারে বুকিং করা টিকিটের টাকা কাউন্টার থেকেই ফেরত নিতে হবে গ্রাহকদের।

Advertisement

সেক্ষেত্রে আগামী ৩১ শে জুলাইয়ের মধ্যে রেলের টিকিট কাউন্টার থেকে ফেরত নিতে হবে টাকা। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে ২২ শে মার্চ ‘জনতা কার্ফু’র দিন থেকে দেশ জুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করেছিল ভারতীয়। পরে দেশ জুড়ে ১৪ ই এপ্রিল পর্যন্ত লকডাউন জারি হলে ৩১ শে মার্চ থেকে বাড়িয়ে ১৪ ই এপ্রিল পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করে রেল মন্ত্রক।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button