খেলাফুটবল

আজ ঘরের মাঠে মেগা ফাইনাল!

Advertisement

সুরজিৎ দাস: ডুরান্ডের ফাইনালে আজ ঘরের মাঠে গোকুলাম কেরালার মুখোমুখি হচ্ছে মোহনবাগান ফাইনালে বাংলা কেরালা ডুয়েল কে কেন্দ্র করে তাতছে গোটা শহর। সেমিফাইনলে ইস্টবেঙ্গল কে রুখে দিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে নিয়েছে গোকুলাম তাই আত্মবিশ্বাস এর চরমে এখন সান্তিয়াগো ভালেরার ছেলেরা। দলের মূল স্ট্রাইকার মার্কাস জোসেফ ৪ ম্যাচে ৯ গোল করেছে যার মধ্যে দুটি হ্যাট্রিক ও আছে নামের পাশে। অপরদিকে মোহনবাগান সেমিতে ১২০ মিনিট ফুটবল খেলে ৩-১ গোলে হারিয়েছে রিয়েল কাশ্মীর কে সমালোচনায় বিদ্ধ মোহনবাগান টিমের সামনে একমুঠো অক্সিজেন এনে দিয়েছে সেমির লড়াই। তাই বাড়তি উদ্দাম নিয়ে ঘরের মাঠে গোকুলামের উপর ঝাঁপাতে মরিয়া সালভা চামোরা, জোসেবা বেইতিয়ারা।

আজ দলে তেমন একটা পরিবির্তন করতে চান না মোহন কোচ কিবু ভিকুনা দলের স্ট্রাইকার রা গোলের মধ্যেই আছে তবে আজ কিবুর চিন্তার বিষয় হতে পারে মোহন ডিফেন্স। প্রতিটা ম্যাচেই বেশ নড়বড়ে দেখাচ্ছে মোহন ডিফেন্সে আজ বিপরীতে মার্কাস জোসেফ, হেনরি কিসেক্কা, ব্রুনো পেলিসারির মতো ফুটবলার রা রয়েছে তাই আজ বাড়তি তাগিদ নিয়ে খেলতে হবে তাদের। অপরদিকে মোহন প্রাক্তনী হেনরি কিসেক্কাও তৈরি ট্রফি ছিনিয়ে নিতে সব মিলিয়ে আজ ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় শহর কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৫ টা থেকে খেলার সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস ১ বাংলা ও হটস্টারে।

Related Articles

Back to top button