এদের প্যান্ডেলের মূল ভাবনা হল দৃষ্টিকোণ। আমরা বিভিন্ন বস্তুকে একেকজন একেকরকম দৃষ্টিকোণ থেকে বিচার করি। এরা সেই জিনিসটা কেই সুন্দর করে প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আপনি যতই প্যান্ডেলের ভিতর যাবেন আপনি দেখার সময় হয়তো এক রকম ছবি দেখবেন কিন্তু ভিতরে প্রবেশ করতে করতে আপনি দেখবেন তখন আস্তে আস্তে ছবিটি পাল্টে অন্যরকম হয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলা গেলে আপনি দেখতে পাবেন নানান রকম আলোর খেলা। যা মন্ডপ টিকে একটি অন্য সাজে সজ্জিত করে তুলেছে।