নিউজ

আগামী বছর মহালয়ার এক মাস পর দুর্গাপুজো! কিন্তু কেন? জেনে নিন

Advertisement

আগামী বছর আশ্বিনে নয়, কার্তিকে আসছেন মা। আগামী বছর অর্থাৎ ২০২০ সালে মহালয়া আশ্বিনে কিন্তু দুর্গাপূজো আবার কার্তিক মাসে। কারণ আগামী বছর মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস দুই পঞ্জিকা মতেই, আগামী বছর আশ্বিন মাসে দুটো অমাবস্যা রয়েছে। ফলে সেই মাসটি মলমাস। আর  যেহেতু মলমাসে দেবীর বোধন সম্ভব নয়, তাই পুজো পিছিয়ে কার্তিকে। ২০২০ সালে মহালয়া ও বিশ্বকর্মা পুজো দুটোই পড়ছে একই দিনে, ১৭ সেপ্টেম্বর।

আগামী বছরের আশ্বিন মাস মলমাস হওয়ার দরুন মহালয়া ১৭ সেপ্টেম্বর হলেও, দেবী দুর্গার বোধন অর্থাৎ ষষ্ঠী পড়েছে তার ৩৫ দিন পর, ২২ অক্টোবর। তবে এই প্রথম নয়, এর আগেও ১৯৮২ সালে এবং ২০০১ সালে এমন ঘটনা ঘটেছিল।

Related Articles

Back to top button