Weather Update: কালবৈশাখীর সঙ্গে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, পয়লা বৈশাখে বদল আবহাওয়ায়
খুব শীঘ্রই আবহাওয়া বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের
এই মুহূর্তে পহেলা বৈশাখ নিয়ে বাঙালি মেতে রয়েছে। তবে, পহেলা বৈশাখের দিন থেকেই কিন্তু পরিবর্তিত হতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া। পহেলা বৈশাখের দিন থেকেই আবারো বৃষ্টি শুরু হতে পারে পুরো পশ্চিমবঙ্গে। নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এমনটাই খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৈশাখ মাসে শুরুর দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও একই সাথে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা বাড়বে। সমুদ্রপৃষ্ঠে মেঘ সঞ্চার হওয়ার কারণে কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। বজ্রগর্ভ মেঘ রয়েছে কয়েকটি জেলায়। রবিবার পর্যন্ত মনোরম আবহাওয়া বিরাজ করবে কিন্তু তারপর থেকে আবারো আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের কলকাতা সহ সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবার সম্ভাবনা প্রবল। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতার তাপমাত্রা একইভাবে বাড়বে এবং বছরের শেষ দিনে দীঘা এবং পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি বেশ কিছু উপকূলবর্তী জেলায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুরের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তাপমাত্রা কম থাকার কারণে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া থাকলেও খুব শীঘ্রই তাপমাত্রা বৃদ্ধি হবে এই সমস্ত জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা কম থাকার কারণে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করবে বিভিন্ন জায়গায়। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দীঘা এবং জেলার সর্বত্র। দিঘার শেষ ২৪ ঘন্টায় তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।
নববর্ষ শুরু হতে আবহাওয়া আবারো পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে বছরের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিছুদিন পর থেকে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন বছরের একেবারে শুরুর দিকে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে কালবৈশাখীর ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসে রিপোর্টে রয়েছে। ফলে এই সময়টা খুব একটা স্বস্তির নয় পশ্চিমবঙ্গবাসীর জন্য।