ঋতুস্রাবের সময় অনেক মহিলার যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে তার বিপরীতও দেখা যায়। চিকিৎসকদের মতে কোনটি স্বাভাবিক আসুন তা দেখে নিই
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : এস্ট্রাডিওল একটি প্রাইমারি সেক্স হরমোন। চিকিৎসকদের মতে এই হরমোনটির কারণেই পিরিয়ড চলাকালীন কোনো কোনো মহিলার যৌন আকাঙ্ক্ষা বেড়ে যেতে দেখা যায়। আবার কোনো কোনো মহিলার যৌন আকাঙ্ক্ষা কমে যেতেও দেখা যায়।
কোনো মহিলার যখন ঋতুস্রাব হয় তখন তার শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। এবং সেই মুহূর্তে তার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি হতে দেখা যায়। টেস্টোস্টেরন হরমোনের কারণে নারীদের যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে থাকে। আর সেই কারণেই ইস্ট্রোজেনের পরিমাণ কম থাকলেও টেস্টোস্টেরনের জন্য নারীদের মিলনের ইচ্ছা জেগে ওঠে।
অন্য সময়ের তুলনায় পিরিয়ড চলাকালীন মহিলাদের সেক্স আর্জ বেশি থাকে। এছাড়াও ভ্যাজাইনা লুব্রিকেটেড থাকে বলে মিলনের পথ সুগম হয়। পিরিয়ডের সময় মেনস্ট্রুয়াল ক্র্যাম্প জনিত ব্যাথা হয়ে থাকে। কিন্তু এই সময় যদি মিলন ঘটানো হয় তবে এই ব্যথা থেকে রেহাই পাওয়া যেতে পারে।
কিছু কিছু মহিলাদের আবার পিরিয়ডের সময় যৌনাকাঙ্ক্ষা কমে যেতে দেখা যায়। চিকিৎসকরা এই কারণের জন্য প্রোস্টাগ্লান্ডিস নামের একটি হরমোনকে দায়ী করেছেন।
তারা বলেছেন যে পিরিয়ডের সময় এই হরমোনটির কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে। যার ফলে মেয়েদের ইউটেরাস সংকুচিত হতে থাকে।সংকুচিত হওয়ার ফলে অসহ্য পেটে যন্ত্রণা অনুভূত হয়। যার ফলে মহিলাদের সেক্স করার ইচ্ছে থাকে না।
ঋতুস্রাবের সময় অনেক মহিলার যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে তার বিপরীতও দেখা যায়।