VIDEO: শিয়ালকে ভয়ংকর কায়দায় শিকার করল ঈগল, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ হবে আপনারও

দৈনন্দিন গোটা বিশ্ব নতুন নতুন প্রযুক্তির সম্মুখীন হচ্ছে। ডিজিটালাইজেশনের যুগে প্রত্যেকের কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা অত্যন্ত অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। বিনোদনের মাধ্যম হিসেবে ডিজিটাল দুনিয়ার প্রধান তারকা সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও এবং ছবি, সব সময় এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় দেখা যায়। তাই আট থেকে আশি এখন সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় অ্যাকাউন্ট খুলে রেখেছে। বলা যেতে পারে বিনোদনের অন্যতম পরিপূরক এই সোশ্যাল মিডিয়া।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেই তালিকার মধ্যে একটি বড় জায়গা জুড়ে আছে বিভিন্ন পশু পাখির ভিডিও। অনেকেই বাড়ির পোষ্য পশুপাখিদের অবাক করা প্রতিভা বা হাস্যকর কার্যকলাপের ভিডিও ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। আবার কিছুসময় ভাইরাল হয় বন্য পশুদের শিকার করার রোমহর্ষক ভিডিও। নতুন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি ঈগল পাখির শিকারের ভিডিও।

শিকার করার ক্ষমতার নিরিখে এই ঈগল পাখি অত্যন্ত বিপদজনক। আকাশে উড়তে উড়তে এই পাখি মাটিতে চলা শিকার দেখে নেয় এবং হঠাৎ করে আক্রমণ করে। এমনকি ঈগল পাখি উড়তে উড়তে সমুদ্রের মাছও দেখে নেয়। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি ঈগল পাখি আকাশে উড়তে উড়তে একটি শিয়ালকে দেখে নিয়েছে। তারপর ওই ঈগল পাখিটি শিয়ালটিকে আক্রমণ করার জন্য এগিয়ে যায় এবং পা দিয়ে শিয়ালটিকে চেপে ধরে। ওই ঈগলটি পূর্ণবয়স্ক ওই শিয়ালকে নিয়ে আকাশে উড়ে যায়।

ঈগলের এমন ভয়ংকর শিকারের ভিডিও দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে নেট নাগরিকদের। AnimalWise.com এর মতে, ঈগলের কিছু প্রজাতি বিশ্বের বৃহত্তম শিকারী পাখির মধ্যে রয়েছে। সমস্ত শিকারী পাখির মতো, ঈগলের শক্তিশালী এবং তীক্ষ্ণ ঠোঁট রয়েছে, যা তাদের শিকারকে ছিঁড়ে ফেলার জন্য দুর্দান্ত। এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।