আন্দাবান : সম্প্রতি বেশ কিছুবছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। যেন পৃথিবীতে মহাপ্রলয়ের সময় চলে এসেছে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি মতো প্রাকৃতিক দুর্যোগগুলি প্রতিনিয়ত পৃথিবীর যেকোনো প্রান্তের স্থলভাগের ওপর এক বিপর্যয়ের, যার ফলে বহুসংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। সেরকমই আবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আন্দামান-নিকোবর দীপপুঞ্জ এবং ইন্দোনেশিয়া।
গতকাল রাত ১২ টায় হঠাৎ কেঁপে উঠেছিল আন্দামান। ওইদিনই ইন্দোনেশিয়ায় ও অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের মাত্রা ছিল ৭।
আন্দামানে বৃহস্পতিবার রাতের ভূমিকম্পের মাত্রা ছিল ৫। কম্পনের উৎসস্থল স্থলভূমি থেকে ১৩২ মিটার গভীরে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ভূমিকম্পের ফলে। সুনামির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
গত জুন মাসেও আন্দামান-নিকোবরের কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ৪.৯। স্থানীয়দের মতে ভোরের সময় অনুভূত হয় কম্পন। এই নিয়ে ক্রমান্বয়ে ভারতীয় উপমহাদেশে কম্পন অনুভূত হচ্ছে যা এক মহাপ্রলয়ের সুত্রপাত এমনটাই মনে করছে হাওয়া মহল।