চিলি : ভোররাতে ভুমিকম্পে কেঁপে উঠলো লাতিন আমেরিকার দেশ চিলি। মঙ্গলবার ভোরের দিকে প্রায় চারটে নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। এই ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ট থেকে ২৩ কিলোমিটার গভীরে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোন হতাহতের খবর না মিললেও জানা গিয়েছে রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮। এর আগেও কিছুদিন আগে একবার চিলির ওই উপকূলীয় এলাকার ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়। পরে জানা যায় ভুমিকম্পের তীব্রতা ছিল ৭।
২০২০ সালটা প্রথম থেকেই বাজে যাচ্ছে। বছরের শুরু থেকেই চিন থেকে এক এক করে করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এমনকি এই মারণ রোগ খুব কম সময়ের মধ্যেই অতিমারির রূপ ধারন করে। সারা বিশ্বে করোনার থাবায় প্রাণ গেছে বহু মানুষের। এমনকি এখনো পর্যন্ত প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। আর যেখানে করোনা স্বয়ং মৃত্যুদূত হয়ে এসে উপস্থিত হয়েছে, সেখানে আবার উপরি পাওনা ভুমিকম্প।
এমনকি কিছুদিন আগেই ভয়াবহ ভুমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স। গত ১৮ অগস্ট ভয়াবহ ভূমিকম্পর রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এই কম্পনের কেন্দ্রস্থল ছিলো রাজধানী ম্যানিলা থেকে দূরে ৪৫১ কিমি দক্ষিণ পূর্ব অঞ্চল। এমনকি ভুমিকম্পের থেকে রেহাই মেলেনি ভারতেরও।
দুদিন আগেই মৃদু কম্পনে কেঁপে উঠেছিলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। হঠাতই রাতে ভুমিকম্পে কেঁপে ওঠে আন্দামান। পরে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ারের ২২২কিমি দক্ষিণ দিকে।