ভয়াভয় ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, আহত শতাধিক

Advertisement

Advertisement

ইরান : বৃহস্পতিবার গভীর হাতে হঠাৎ কেঁপে ওঠে ইরানে বিস্তৃত এলাকা। মোট পাঁচবার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ফলে তিনটি গ্রামের প্রায় ৩০ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। যেখানে ৫ জন নিহত ও ১২০ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকার্য শুরু করে দিয়েছে ঘটনাস্থলে। ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। গত ১৪ দিনে এই নিয়ে চতুর্থবার কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ৫.৯।

Advertisement

মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে বৃহস্পতিবার রাত ২.৩০ নাগাদ পূর্ব আজারবাইজান প্রদেশের হাস্তরুদ শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে কম্পনের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল।

Advertisement

 

Advertisement