Aadhaar Card: আর ছুটতে হবে না ব্যাঙ্কে, বাড়িতে বসেই আধার কার্ডে পাবেন ১০০০০ টাকা পর্যন্ত লোন
আধার কার্ড (Aadhaar Card) বর্তমানে প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় নাগরিক হিসেবে পরিচয়পত্র ছাড়াও বিভিন্ন সরকারি কাজে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাজেও জরুরি নথি হিসেবে বিবেচিত হয় আধার। তবে জানেন কি, ঋণ নেওয়ার ক্ষেত্রেও আধার কার্ড বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বর্তমানে বিভিন্ন ছোটখাটো দরকারেও ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ব্যাঙ্কে গিয়ে লোনের জন্য আবেদন করলে তা অনেক সময়ই সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই এই প্রতিবেদনে রইল আধার কার্ডের মাধ্যমে লোন নেওয়ার পদ্ধতি।
ঘরে বসেই খুব কম সময়ে ১০ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া সম্ভব আধার কার্ডের মাধ্যমে। কীভাবে নেবেন লোন তার সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে। আধার কার্ডের মাধ্যমে লোন নেওয়ার জন্য ৭৫০ বা তার থেকে অধিক সিভিল স্কোর থাকা জরুরি। ২১ থেকে ৫৭ বছর বয়সী ব্যক্তিরাই আধার কার্ডের মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারবেন। আয়ের নিশ্চিত উৎস থাকলেই লোনের জন্য আবেদন করা যাবে আধার কার্ডের মাধ্যমে কি কেওয়াইসি হওয়ায় অনেক কম সময়ে লোন পাওয়া যায়। সেই সঙ্গে অতিরিক্ত নথিপত্রেরও প্রয়োজন হবে না।
আধার কার্ড থেকে লোনের আবেদনের জন্য প্রয়োজন হবে কিছু জরুরি নথিপত্র। আধার কার্ড, প্যান কার্ড, আয়ের প্রমাণ পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক, স্যালারি স্লিপ, রঙিন পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে। এছাড়াও রোজগার সংক্রান্ত অন্যান্য তথ্য এবং নথিপত্র দরকার পড়বে। আধার কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও আধার কার্ডে লোন পাওয়া যাবে।
আধার কার্ডে লোন নিতে হলে প্রথমেই কোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোমপেজে পার্সোনাল লোনের বিকল্প খুঁজতে হবে। এরপর ইনস্ট্যান্ট লোনের বিকল্প নির্বাচন করতে হবে। পার্সোনাল লোনের ফর্ম ওপেন হলে সেখানে লোনের টাকা এবং সময়সীমা সিলেক্ট করতে হবে। আবেদন ফর্মে জরুরি তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর ফর্ম সাবমিট করতে হবে। ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান আবেদন যাচাই করে লোন অ্যাপ্রুভ করে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে ব্যাঙ্কে।