খেলাফুটবল

রণক্ষেত্র ময়দান!

Advertisement

সুরজিৎ দাস: কলকাতা মাঠে ফের ফিরলো রক্তাক্ত দৃশ্য এদিন কলকাতা লীগে ইস্টবেঙ্গল ঘরের মাঠে মুখোমুখি হয়েছিলো পিয়ারলেসের। সেখানে পেনাল্টিতে করা ক্রোনার একমাত্র গোলে অঘটন ঘটিয়ে যায় পিয়ারলেস ম্যাচটি ১-০ ব্যবধানে হেরে যায় ইস্টবেঙ্গল। এরপরেই কাঠগোড়ায় ওঠে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত যদিও এদিন রেফারির অনেক সিদ্ধান্তই মেনে নেওয়া সম্ভব ছিলো না অনেকের কাছেই এমনকি ম্যাচের শেষে ৫ মিনিট অতিরিক্ত সময় দিয়েও মাত্র সাড়ে তিন মিনিটে খেলা শেষের বাঁশী বাজিয়ে দেয় রেফারি এছাড়াও বক্সের ভিতর অনেক সিদ্ধান্তই মনপ্রতু হয় নি ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছে। এদিন অনেকবার মেজাজ হারাতে দেখা যায় হাইমে কোলাডো, মেহতাব সিং, কাশিম আইদারা দের। এরপরেই খেলার শেষে রেফারির দিকে তেড়ে যায় ইস্টবেঙ্গল কর্মকর্তারা।

ঘটনার আচ ক্রমেই গ্যালারী তে ছড়িয়ে পরলে পুলিশ ব্যপক লাঠিচার্য করে যার ফলে অনেক ইস্টবেঙ্গল সমর্থক আহত হন এমনকি মহিলা ও শিশু সমর্থকদের কেও রেহাই দেওয়া হয় নি। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ফুটবলপ্রেমী রা কলকাতা লীগে আবার ফিরে এলো জঘন্য রেফারিং এর স্মৃতি তবে মাঠের ভিতরে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এর আচরণ কেও ভালো চোখে দেখছেন না অনেকে।

Related Articles

Back to top button