East West Metro: ওয়েলিংটন-বউবাজার এলাকায় জোর কদমে শুরু মেট্রোর কাজ, ৮ মাসের জন্য বন্ধ থাকবে যান চলাচল
এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য নতুন করে ভাবনা নিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন
ইস্ট ওয়েস্ট মেট্রো চালানোর জন্য শেষ অস্ত্র সেই ১৬০ বছরের পুরনো প্রযুক্তি। ওয়েলিংটন স্কয়ার ইস্ট ওয়েস্ট মেট্রো ভেন্টিলেশন শাফট তৈরির সময় যাতে মাটি ধ্বসে গিয়ে নতুন করে বিপত্তি না ঘটে, সেই জন্য ইউরোপের বিভিন্ন খনিতে ব্যবহার করা বহু পুরনো প্রযুক্তি ব্যবহার করতে চলেছে ভারতীয় রেল। মাটির ভিতরে তরল নাইট্রোজেন গ্যাস পাঠিয়ে একটা জায়গা পুরোপুরি জমিয়ে দেওয়া হবে এবং তারপর এই সুরঙ্গ কাটার কাজ করবে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর নির্দেশিত একটি কর্মী দল। এই কাজের জন্য ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত ওয়েলিংটন স্কয়ার দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে মাসে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হবে এই আগস্ট মাসে।
মাইনাস ১৯৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনকে নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে দিয়ে ভূগর্ভে পাঠিয়ে দিয়ে গ্রাউন্ড ফ্রস্ট তৈরি করে নতুনভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু করতে চাইছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। ১৮৬২ সালে ইউরোপে এই প্রযুক্তির ব্যবহার প্রথম শুরু হয়েছিল। তবে ভারতে এই প্রথম এরকম অভিনব প্রযুক্তির প্রয়োগ হতে চলেছে বলে জানাচ্ছেন প্রযুক্তিবিদরা। তবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই ধারার প্রয়োগ ভারতে হয় না। সেই কারণে এই প্রযুক্তিগত দক্ষতা দেশের কোন ইঞ্জিনিয়ারিং সংস্থার নেই। সেই কারণেই নরওয়ের সংস্থা জিওফ্রস্ট এর প্রযুক্তিবিদরা এই কাজটি করার জন্য কলকাতায় আসছেন বলে জানা যাচ্ছে। ভূগর্ভে লিকুইড নাইট্রোজেন পাম্প করার আগে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।
ওয়েলিংটন স্কয়ারের এই জায়গায় মাটির নিচে সিইএসসির একটি ৩৩ কিলো ভোল্টের বিদ্যুৎ পরিবাহী কেবিল রয়েছে। সেই কেবিলকে অন্তত ছয় মিটার সরিয়ে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি ভূগর্ভস্থ নিকাশী নালায় জল যাওয়া যাতে আটকে না যায় সেই জন্য নালা ইনসুলেটর দিয়ে মুড়ে ফেলা হবে বলে জানানো হয়েছে। এরপরেই শুরু করা হবে গ্রাউন্ড ফ্রস্ট করার কাজ। সুতরাং ১০ আগস্ট থেকে পরের ৮ মাসের জন্য বন্ধ থাকবে ওয়েলিংটন স্কয়ার দিয়ে যান চলাচল। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবারো পরে এপ্রিল মাসে নতুন করে চালু হবে যান চলাচল।