সুরজিৎ দাস: কলকাতা লিগের আসন্ন বড়োম্যাচের আগে আজ ডার্বির ড্রেস রিহার্সালে মাঠে নেমেছিলো দুই প্রধান কল্যাণী তে বিএসএস এর মুখোমুখি হয়েছিলো মোহনবাগান ও ময়দানে এরিয়ানের মুখোমুখি হয়েছিলো ইস্টবেঙ্গল। দুই ম্যাচেই বড়ো দল জিতে কার্যত একে অপর কে জানান দিলো ডার্বির জন্য তৈরি তারা। ইস্টবেঙ্গল মাঠে এদিন শুরু থেকেই দাপট দেখায় লাল হলুদ বাহিনী প্রথমার্ধে ডিকার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধ এ কোলাডোর জোড়া গোলে ম্যাচ পকেটে পোড়ে ইস্টবেঙ্গল। তবে দিন ইস্টবেঙ্গল যে দাপটের সাথে খেললো তাতে ৫-৬ গোল হয়ে যেতেই পারতো একের বিরুদ্ধে এক সিচুয়েশনে অনেক বার পতন আটকালেন এরিয়ান গোলরক্ষক কাদের।
বক্সের মধ্যে অনেক সুযোগ অপচয় করলেন ব্রান্ডন, বিদ্যাসাগর, বৈথাং রা। তবে দলের সাথে পিন্টু ও মার্কোস যোগ দিলে কার্যত অপ্রতিরোধ্য দেখাবে লাল হলুদ আক্রমণভাগ কে। অপরদিকে কল্যাণী তে ২-১ ব্যবধানে জিতলো মোহনবাগান কিন্তু এদিনো মোহন ডিফেন্স কে অনেকটাই নড়বড়ে দেখালো যার ফলে ডার্বির আগে চিন্তা থেকেই গেলো কিভুর। এদিন গোল করলেন সালভা চামোরা ও নংদোম্বা নাওরেম অপরদিকে বিএসএস এর হয়ে গোল করেন ওপোকু। যদিও এদিন পেনাল্টি নষ্ট করেন মোহনবাগানের ফ্রান গোঞ্জালেস। আগামী ১লা সেপ্টেম্বর যুবভারতীতে মেগা ডুয়েলে মুখোমুখি হবে দুই দল তার আগে কার্যত ড্রেস রিহার্সাল সেরে রাখলো ইস্ট-মোহন।