নিউজ

Eastern Railways: নিশ্চিন্তে বুক করুন ট্রেন টিকিট, গরমের ছুটিকে উপভোগ্য করতে বড় পদক্ষেপ পূর্বরেলের

Advertisement

Advertisement

গরমকাল মানেই রেল টিকিটের (Indian Railways) চাহিদা থাকে তুঙ্গে। এই সময়ে প্রতিটি স্কুলেই থাকে গরমের ছুটি। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে অনেকেই টিকিট বুক করছেন ঘুরতে যাওয়ার। তাই এবার যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। পূর্ব রেলওয়ের তরফে সমস্ত যাত্রীদের নিশ্চিন্ত এবং নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য কিছু ব্যবস্থাপনা গ্রহণ করেছে।

Advertisement

গ্রীষ্মকাল জুড়ে যাত্রীদের জন্য আরামদায়ক সফর উপহার দিতে পরিষেবায় একটি বড় ব্যবস্থা নিয়েছে। গ্রীষ্মকালে যাত্রীদের ক্রমবর্ধমান টিকিটের চাহিদা মেটাতে এপ্রিল মাসে কিছু অতিরিক্ত বিশেষ ট্রেন পরিচালনা করেছিল পূর্ব রেল। ৩৬০ টি বিশেষ ট্রেন চালু করা হয়েছিল পূর্ব রেলের তরফে। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ টি বিশেষ ট্রেন দিয়েছিল পূর্ব রেল। এর ফলে যাত্রীদের ট্রেনে ভিড় কমে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে সফর করতে পেরেছিল।

Advertisement

দূরপাল্লার রুট গুলিতে গ্রীষ্মকালীন সময়ে ভিড় কমাতে বিভিন্ন মেল এবং এক্সপ্রেস ট্রেনে বগি বাড়ানো হয়েছে পূর্ব রেলের তরফে। বিভিন্ন মেল এবং এক্সপ্রেস ট্রেনে মোট ৩৬৬ টি কোচ আরও বাড়ানো হয়েছে। যাত্রীদের জন্য সংযোগ উন্নত করতে নির্বাচিত ট্রেনগুলির রুট সম্প্রসারণ করা হয়েছে। ১৩৪১৩/১৩৪১৪ মালদা টাউন ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস এবং ১৩৪৮৩/১৩৪৮৪ মালদা টাউন ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাট পর্যন্ত বাড়ানো হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে।

Advertisement

১৩৪০৪/১৩৪০৩ ভাগলপুর রাঁচি বনাঞ্চল এক্সপ্রেসের সঙ্গে একটি অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ সংযুক্ত করা হয়েছে। ১৩৪০১/১৩৪০২ ভাগলপুর দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেসে একটি অতিরিক্ত এসি ৩ টায়ার কোচ বাড়ানো হয়েছে। সফরকালে যাত্রীদের সুবিধা এবং আরামের কথা মাথায় রেখে এবং বর্ধিত চাহিদা পূরণ করতেই এই পদক্ষেপ গুলি নিয়েছে পূর্ব রেল।