হাতের নখ খান? এটা কি কোনো রোগের লক্ষ্মণ? জেনে নিন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কোনো এক অজানা কারণে অনেক মানুষই নিজের হাতের নখ খেয়ে থাকেন। এমনটা করলে কিছু হয় নাকি কেবলমাত্র নিছকই অভ্যাস বশত আঙুল গুলো মুখের কাছে চলে আসে, সেটা অবশ্য চিন্তার বিষয়। কিন্তু এই নখ খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। কারণ নখের মধ্যে থাকে হাজার হাজার ব্যাকটেরিয়া। যে মুহূর্তে আপনি নখ খাওয়া শুরু করেন, এই জীবাণুগুলি মুখ দিয়ে শরীরের ভিতরে চলে যায়। আর এরফলেই ব্যাকটেরিয়াল ইনফেকশন সহ একাধিক রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বেড়ে যায়।

বিজ্ঞানীদের ভাষায় এটি অনিকোফাগিয়া নামে পরিচিত। পেন চিবানো, মাথার চুল ছেঁড়া, নখ চিবানো এগুলো সবই এই অনিকোফাগিয়ার মধ্যেই পড়ে। যারা এগুলো করে তারা শুধু স্ট্রেস বা উদ্বেগই করে এমনটা নয়, এরা এক ধরনের পারফেকশনিস্ট হন। বিজ্ঞানীরা বলছেন যে যারা নখ খায় তারা কখনোই রিলাক্স করতে পারেন না, যে কোনও কাজ করতেই থাকেন। সেই কাজের গতিটাই তারা ধরে রাখতে চায়। তবে যাই হোক, এইভাবে সবসময় নখ খাওয়া মোটেই স্বাস্থ্যের জন্যে ভালো নয়। নখের ভিতরের সমস্ত নোংরা পেটে চলে গিয়ে শরীর খারাপ হতে পারে।