ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ইকো পার্ক মেট্রো স্টেশন প্রায় রেডি, দেখে নিন এই নতুন মেট্রো স্টেশনের ভিতরের ফার্স্ট লুক

এই নতুন মেট্রো স্টেশনটি দেখলে আপনারও চোখ ধাঁধিয়ে যাবে

Advertisement

কবি সুভাষ থেকে বিমানবন্দর করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল ইকোপার্ক। নিউটাউনের এই ট্যুরিজম পার্কের কাছে যে মেট্রো স্টেশন তৈরি করা হচ্ছে, তার মূল লক্ষ্য হলো নিউ টাউন কে কলকাতার সাথে সম্পূর্ণরূপে যুক্ত করে দেওয়া। মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে ওই মেট্রো স্টেশনটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে। প্রচুর মানুষ ইকো পার্কে যাতায়াত করেন এবং সেই কারণে ইকোপার্ক মেট্রো স্টেশন কলকাতা মেট্রোর জন্য অনেকটাই বেশি লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কতদূর এগিয়েছে ইকোপার্ক মেট্রো স্টেশন তৈরির কাজ? কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, কংক্রিট এর কাজ শেষ হয়ে গিয়েছে। পাশাপাশি ছাদ ঢেকে দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

ইকোপার্ক মেট্রো স্টেশনের মেঝেতে গ্রানাইট দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই গ্রানাইটের কাজ শুরু হয়ে গেছে জোর কদমে। শেষের মুখে মেঝে তৈরি করার কাজ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইকো পার মেট্রো স্টেশনের ৭ টি এস্কেলেটর এবং ৪টি লিফট থাকবে। সাথে সাথেই আটটি সিড়ি রাখা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে খবর, ইকোপার্ক মেট্রো স্টেশন নিয়ে বেশ অনেক পরিকল্পনা রয়েছে কলকাতা রেলওয়ে।

ইকোপার্ক মেট্রো স্টেশনের দুটি প্লাটফর্ম থাকবে এবং এর দৈর্ঘ্য ১৮০ মিটার। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইকোপার্ক মেট্রো স্টেশনে একাধিক টিকিট কাউন্টার, অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন, শৌচাগার এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে। এছাড়াও ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং ইমার্জেন্সি লাইটিং এর মত বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে এই মেট্রো স্টেশনে। তবে কবে থেকে ইকো পার্ক মেট্রো স্টেশনে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে তা আপাতত মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি। প্রাথমিকভাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডর এর নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে পরিষেবা শুরু হয়েছে। বাকি স্টেশনগুলি যুক্ত হলে তারপরেই ইকোপার্ক মেট্রো স্টেশন কিন্তু যুক্ত হতে পারবে।

Related Articles

Back to top button