ফের নারদাকাণ্ডে সরব ইডি, দিনদুই আগেই বিজেপি নেতা মুকুল রায়কে নোটিশ পাঠানোর পর আজ আবার পাঁচজন তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো হয়। তৃণমূল নেতা সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, শুভেন্দু অধিকারী, অপরূপা পোদ্দার, প্রাক্তন পুলিশকর্তা এসএমএইচ মির্জাকেও নোটিস পাঠিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। কিন্তু নতুন করে ইডির তলব করা নিয়ে এখনো পর্যন্ত কেউ কিছু না বললেও দলের অনেকেই এই বিষয় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। কি কারণে ফের ইডির তলব তা ভাবাচ্ছে তৃণমূলকে।
এমনকি ইডির তলবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং ইনকাম ডিটেলসব নিয়ে মুকুলকে দেখা করতেও বলা হয়। সামনেই একুশের নির্বাচন। আর নির্বাচনকে পাখির চোখ করেই দলের হারানো ক্ষমতা প্রকট করতে তৃণমূল যথেষ্ট বদ্ধপরিকর। নতুন মুখ থেকে পুরোনো নেতা বা দল পরিত্যাগ করা নেতাদের নিয়েও একটা পোক্ত দল গঠন করে ভোট ময়দানে নামার ঠিক পূর্ব পরিস্থিতিতে ইডি হাত বাড়াবে সেটা বোঝেনি তৃণমূল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনতুন করে ইডির নোটিশ দলের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি করলেও তারা ভোট ময়দানের বৈতরনি কি করে পার করবে এখন সেটাই বড় প্রশ্ন।তৃণমূল নেতা সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, শুভেন্দু অধিকারী, অপরূপা পোদ্দার, প্রাক্তন পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে তাঁদের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সমস্ত সম্পত্তির খতিয়ানের নথিও জমা দিতে বলা হয়েছে।
আর এসবের মধ্যে স্বাভাবিক ভাবেই জলঘোলা হচ্ছে। ইডির তলব নতুন করে আবার কি মোড় নেবে। আর সেই তলব থেকে উঠে আসা তথ্য কিভাবে নেতিবাচক প্রভাব ফেলবে সেটাই এখন আসল বিষয়।