লকডাউনের মধ্যে বেসরকারি স্কুল গুলিকে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
বেসরকারি স্কুলে টিউশন ফি বাড়ানোর অভিযোগে এবার সক্রিয় হলো রাজ্য সরকার। বেসরকারি স্কুল গুলোকে একপ্রকার সতর্ক করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার বেসরকারি স্কুল গুলোর উদ্যেশ্যে তিনি বলেন, ‘এই পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকটি বেসরকারি স্কুল টিউশন ফি বৃদ্ধি করেছে বলে অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন আমাদের কাছে। রাজ্য সরকারের তরফে বেসরকারি স্কুল গুলোকে অনুরোধ করা হচ্ছে এই অবস্থায় আপনারা ফি বাড়াবেন না।’
এর পাশাপাশি তিনি বেসরকারি স্কুল গুলোর কাছে আবেদন জানান, ‘করোনার কারণে যেসব ছাত্রছাত্রীদের অভিভাবকরা ফি দিতে পারবে না তাদের দিকটা মানবিকতার সাথে দেখা হোক।’ জানা যাচ্ছে, কলকাতার বেশ কয়েকটি স্কুল ফি বাড়িয়ে অভিভাবকদের কাছে বর্ধিত ফি এর তালিকা পাঠিয়েছিল। তারপরই অভিভাবকদের তরফে শিক্ষা মন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়। তার প্রেক্ষিতেই শিক্ষামন্ত্রী বেসরকারি স্কুল গুলোর উদ্যেশ্যে এই বার্তা দেন।
করোনা ভাইরাসের জন্য গত ১৫ই মার্চ থেকেই বন্ধ সমস্ত স্কুল, কলেজ। সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুল গুলির এপ্রিল মাসে থেকে সেশন শুরু হয়। এপ্রিল মাসে থেকে তারা এখনো সেশন শুরু করতে পারেনি, নতুন শিক্ষাবর্ষে ভর্তিও নিতে পারেনি। ক্লাস শুরু না হলেও বেশ কয়েকটি বেসরকারি স্কুল পরবর্তী শিক্ষাবর্ষের জন্য ফি বাড়িয়েছে। এই বিষয়গুলি নিয়েই এদিন ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।