অনেকদিন ধরে বোঝা যাচ্ছে দোরগোড়ায় চলে এসেছে বাংলা বিধানসভা নির্বাচন। হয়তো এপ্রিলের মধ্যেই রাজ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। এমনটাই ইঙ্গিত দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা রীতিমতো সবকিছু খতিয়ে দেখার জন্য বারংবার রাজ্যে আসছে এবং তাদের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের বুথ গুলির অবস্থা খতিয়ে দেখার জন্য জেলাশাসক এর সাথে ভিডিও কনফারেন্সিংয়ের কথা বললেন নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
নির্বাচন কমিশন স্থির করেছে যে এ বছরে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে কোভিড বিধি মেনে রাজ্যে ভোট পর্ব সম্পন্ন হবে। সেই কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর রাজ্যে ৩০ শতাংশ ভোট কেন্দ্র বাড়ছে। এই ৩০ শতাংশ হল প্রায় ২২ হাজার ৮৮৭ টি বুথ। চলতি বছরে রাজ্যে মোট বুথের সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৯০ টি। এছাড়াও চলতি বছরে বয়স্ক ও বিশেষভাবে শারীরিক অক্ষমতদের জন্য ২ হাজার ৯৫০ টি বুথ ওপর তলা থেকে নিচের তলায় নামিয়ে আনা হয়েছে। রাজ্যের সমস্ত বুথ নিচতলায় থাকবে বলে জানা যাচ্ছে। তবে ভোটের আগে বুথ প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে তা জানার জন্য জেলাশাসকদের সাথে কথা বলেছে মুখ্য নির্বাচন আধিকারিক।
সাধারণত রাজ্যে ভোট গ্রহণের জন্য স্কুলগুলিকে ব্যবহার করা হয়। তবে এ বছরে আম্ফান ঘূর্ণিঝড়ের পর অনেক স্কুলের বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বাচন কমিশনাররা অবিলম্বে সেই স্কুলগুলি সরানোর নির্দেশ দিয়েছিল। বর্তমানে জানা যাচ্ছে, প্রায় ৯০ শতাংশ স্কুলে সারাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। এছাড়াও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ চলছে। তবে নির্বাচন কমিশন আধিকারিক জেলাশাসকদের ১০ ফেব্রুয়ারির মধ্যে বুথ প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় তথ্য রিপোর্ট আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে।