আসন্ন বাংলায় বিধানসভা নির্বাচন। আর আসন্ন ভোটের দিকে ইঙ্গিত করে আরও একধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন। এইবার বাংলার সমস্ত স্কুল কলেজগুলিকে ক্যাম্পাস ছাড়ার জন্য তৈরি থাকতে বলল নির্বাচন কমিশন।
সম্প্রতি করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। কিন্তু তা সত্ত্বেও ঠিক করা হয়েছে যে বাংলা ভোটে মানা হবে করোনা বিধি। কোভিড বিধি মেনেই এইবার ভোট হবে রাজ্যে। সেই কারণেই এইবার ৩০% বুথ বাড়িয়ে ভোট হবে রাজ্যে। অর্থাৎ ২২৮৮৭ টি বুথ বাড়াতে চলেছে রাজ্য৷ তার ফলে রাজ্যে মোট বুথের সংখ্যা দাঁড়াবে ১০১৭৯০টি। এছাড়াও বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের কথা ভেবে এবার ২৯৫০টি চিহ্নিত বুথ নিচে নামিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্যের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় যেহেতু ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার হয় তাই আগে থেকেই ক্যাম্পাস হাতে পেতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের হতে জানা গিয়েছে যে, নির্বাচন কমিশনের তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে ক্যাম্পাস ছেড়ে দেওয়ার ব্যপারে তৈরি থাকতে বলা হয়েছে। তাদের জানানো হয়েছে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সাথে সাথেই ক্যাম্পাস অধিগ্রহণ করা হতে পারে। সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
অন্যদিকে সংখ্যালঘু এলাকার নিরাপত্তা পরিস্থিতি ঠিক রাখতে আগে থেকেই জোর দিয়েছে কমিশন। প্রথাগত বুথ এলাকাগুলি নিয়ে এইবার অনেকটাই চিন্তিত নির্বাচন কমিশন। কিন্তু যে বুথ গুলি তৈরি হবে, সেই সকল এলাকা সুরক্ষিত করতে কি কি পদক্ষেপ, তা জানতে চেয়েছে কমিশন। সূত্র হতে জানা গিয়েছে যে, আগামী ১০ তারিখের মধ্যে তা জানাতে হবে জেলা শাসকদের। তার সাথে, দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা ও নদিয়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর ছয় মাসের আইনশৃঙ্খলার খতিয়ানও তলব করেছে নির্বাচন কমিশন।