চিন থেকে গতমাসে র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট আনা হলেও তা ছিল ত্রুটিপূর্ণ। কিন্তু এবার দেশেই করোনা সংক্রমণ ডিটেকশন কিট তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রবিবার এক ট্যুইটে বলেন করোনা সংক্রমণ ডিটেকশন কিট তৈরি করে ফেলেছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এই কিট তৈরি ফলে যারা করোনা ভাইরাসে আক্রান্ত বলে আশঙ্কা, তেমন বেশ অনেক মানুষের পরীক্ষা করা যাবে। এই ধরনের টেস্ট কিট এর আগে ভারতে তৈরি৷ হয়নি। এই প্রথম ভারতে তৈরি হল বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এই কিটের সাহায্যে ২.৫ ঘন্টায় ৯০ জনের এলাইজা স্যাম্পেল টেস্টিং করা যাবে একসাথে, দ্রুততার সাথে বহু মানুষের পরীক্ষা করা যাবে বলেই ভাবা হচ্ছে। টেস্টিং কিটটি তৈরি করার জন্য একমাস সময় দেওয়া হয়েছে প্রস্তুত কারক সংস্থাকে। HIV সংক্রমণ পরীক্ষা করার মতো একই পদ্ধতিতে হবে এই পরীক্ষা। যদি কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হলে তাহলে বোঝা যাবে যে সেই ব্যক্তিটি করোনা আক্রান্ত।
এই পরীক্ষার ফলে উঠে আসবে গোষ্ঠী সংক্রমণ এর তথ্যও।
এর ফলে আইসিএমআর সহজেই বেশি পরিমানে টেস্ট করতে পারবে দেশের প্রায় ৭৫টি জেলায়। ৩০ হাজার রক্তের নমুনা ৭৫ জেলা থেকে প্রাথমিক ভাবে সংগ্রহ করা হবে পরীক্ষার জন্য। এর ফলে অল্প উপসর্গ বা বেশি উপসর্গ দেখা দেওয়া মানুষদের আদেও করোনা হয়েছে কি না তা নির্নয় করা যাবে দ্রুত।