খুশির খবর নবাব পরিবারে, ফের মা হতে চলেছে করিনা কাপুর খান

কারিনা কাপুর খান এবং সাইফ আলী খানের লাইফ স্টাইল নিয়ে চর্চায় থাকেন নেটিজেন। এই লকডাউনের মধ্যে গুঞ্জন চলছিল কারিনা কাপুরের দ্বিতীয় বার সন্তান হওয়ার। ইংরেজি সংবাদমাধ্যমেই সাক্ষাৎকার দেওয়ার সময় নাকি…

Avatar

কারিনা কাপুর খান এবং সাইফ আলী খানের লাইফ স্টাইল নিয়ে চর্চায় থাকেন নেটিজেন। এই লকডাউনের মধ্যে গুঞ্জন চলছিল কারিনা কাপুরের দ্বিতীয় বার সন্তান হওয়ার। ইংরেজি সংবাদমাধ্যমেই সাক্ষাৎকার দেওয়ার সময় নাকি এই কথা বলেন এই দম্পতি। সেখানে তারা স্পষ্ট মন্তব্য করেন তাদের পরিবারের একজন সদস্য আসবে।

এই মন্তব্যের পর বলিউড থেকে গুঞ্জন আসে এই খবরের।তারা বলেন তৈমুরের পরে আরেক সন্তান আসবেন পৌদি পরিবারে। একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেছেন, “তৈমুর এবার বড় দাদা হতে চলেছে ৷ আমাদের সংসারে নতুন সদস্য আসছে ৷ সবার শুভেচ্ছা চাই।” এই খবর শুনে গোটা নেট দুনিয়া বেজায় খুশি। যদিও কারিনা বা সেইফ কেউই সোশ্যাল মিডিয়া এখনো পর্যন্ত এই বার্তা প্রকাশ করেনি।

প্রসঙ্গত, করিনা ও সইফের বিয়ে হয় ২০১২ সালের অক্টোবর মাসে। ২০১৬ সালে তৈমুর আলি খান আসে তাদের পরিবারে আসে। তারপর তাদের লাইফস্টাইল ও তৈমুর আলী খানকে নিয়ে চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর বর্তমানে এই গুঞ্জনকে নিয়ে বেশ উৎসাহিত নেটিজেন।