পরিবারসহ শুভশ্রীর কোভিড পরীক্ষার রিপোর্ট, ট্যুইটে কী বললেন রাজ?

গতকালই ট্যুইটার একাউন্ট থেকে নিজের করোনা পজিটিভ আসার খবর জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী ও তাঁর পেটে থাকা সন্তানকে নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন পরিচালক, সেই সঙ্গে ফ্যানেরাও। রাজ-শুভশ্রী ও…

Avatar

গতকালই ট্যুইটার একাউন্ট থেকে নিজের করোনা পজিটিভ আসার খবর জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী ও তাঁর পেটে থাকা সন্তানকে নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন পরিচালক, সেই সঙ্গে ফ্যানেরাও। রাজ-শুভশ্রী ও তাঁদের সন্তানের শুভকামনায় ভরে যায় কমেন্ট বক্স। আজ বাড়ির সকলের কোভিড পরীক্ষাই নেগেটিভ এসেছে বলে ট্যুইট করে জানালেন রাজ চক্রবর্তী।

ট্যুইটে রাজ লেখেন–‘সুখবর: শুভশ্রী সহ বাড়ির সকলেরই কোভিড ১৯ নেগেটিভ এসেছে। আমি এখন চাপমুক্ত। আমি নিজেও সম্পূর্ণ সুস্থ এবং নিজের যত্নও নিচ্ছি। আমরা সকলেই আলাদা আলাদা ঘরে রয়েছি। আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ জানাই।’

পরিচালকের এমন ইতিবাচক ট্যুইটে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁদের শুভাকাঙ্ক্ষীরা। পাল্টা রিট্যুইট করে খুশির আবেগ প্রকাশ করছেন রাজ-শুভশ্রী ভক্তেরাও।