Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এমপ্লয়মেন্ট, পাবলিক না ভলেন্টারি? কোন প্রভিডেন্ট ফান্ড আপনার জন্য সেরা? জানুন সব খুঁটিনাটি

Updated :  Thursday, September 22, 2022 6:39 PM

এই মুহূর্তে বিনিয়োগকারীদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে তিন তিনটি ভালো যোজনা। এখানে বিনিয়োগ করলে আপনারা সুরক্ষিতভাবে ভালো রিটার্ন পেয়ে যাবেন। এই তিনটি যোজনা হল এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এবং ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড। এই সমস্ত স্কিমে বিনিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন একটা মোটা টাকা রিটার্ন। এছাড়াও এই তিনটি যোজনায় বিনিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন ট্যাক্স ছাড়ে সুবিধা। এই কারণেই বেশি সময়ের জন্য বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে এই ধরনের প্রভিডেন্ট ফান্ড যোজনা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

এই তিনটি ফান্ডে আলাদা আলাদা ধরনের সুবিধা আপনি পেয়ে যাবেন। এর জন্য বিনিয়োগকারীদের তিনটি ফান্ডের মধ্যে যে কোন একটি ফান্ড বেছে নিতে হবে। তবে এই তিনটি ফান্ডের ক্রাইটেরিয়া আলাদা আলাদা রকমের। যারা চাকরি করেন তাদের বেতনের থেকে টাকা কাটা হয় এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেকোনো ব্যক্তি নিজেরাই খুলতে পারবেন। এক্ষেত্রে তারা চাকরি না করলেও হবে। অন্যদিকে ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগকারীরা নিজের ইচ্ছেমতো খুলতে পারেন এবং এর জন্য আলাদা কোন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড এর একাউন্টে এই ফান্ডের বিনিয়োগ আপনারা করতে পারবেন।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে চাকরিজীবী কর্মীদের নিজের বেতনের একটি অংশ এই প্রভিডেন্ট ফান্ড একাউন্টে জমা করতে হয়। এক্ষেত্রে কোম্পানির মালিক ইপিএফ অ্যাকাউন্টে কর্মীদের মতোই টাকা জমা রাখেন। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপরে আপনারা সুদ পেয়ে যান। এছাড়াও ইপিএফ অ্যাকাউন্টের টাকার উপরে ট্যাক্স স্যারের সুবিধা পাওয়া যায়।

অন্যদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সরকারের গ্যারান্টিযুক্ত একটি বিনিয়োগ যোজনা যেখানে ফান্ডে রিটার্নের পরিমাণ একেবারে ফিক্সড থাকে এবং ট্যাক্স ছাড়ের সুবিধা আপনি পেয়ে থাকেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফান্ডে চাকরিজীবী ছাড়াও যারা সাধারন কাজ করেন তারাও কিন্তু বিনিয়োগ করতে পারেন। তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কেউ কারো মালিক নয়। যেকোনো ব্যক্তি স্বেচ্ছায় এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায় এবং এখানে আপনারা সর্বাধিক ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।

ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড হলো এমন একটি স্বেচ্ছাবি নিয়োগ ব্যবস্থা যেখানে বিনিয়োগকারীরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বিনিয়োগ করতে পারেন। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে নিজেদের ইচ্ছা অনুযায়ী বিনিয়োগ করলে সেই টাকা ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ডে চলে যায়। কিন্তু এই টাকা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকার ১২ শতাংশ বিনিয়োগের থেকে আলাদা হয়। তবে বলেনভলেন্টারি প্রভিডেন্ড ফান্ডে আপনারা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডের মতোই একই হারে সুদ পেয়ে যাবেন। তবে এই সুদের হার প্রতি বছর অন্তর পরিবর্তিত হতে পারে।