যদি আপনি কোথাও চাকরি করেন এবং সেই চাকরিতে পাওয়া বেতনের একটা অংশ প্রভিডেন্ট ফান্ড হিসেবে কেটে নেওয়া হয় তাহলে এখন থেকে আপনাকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিনের মধ্যেই ভারত সরকারের তরফ থেকে প্রভিডেন্ট ফান্ড ব্যবহারকারীদের ব্যাংক একাউন্টে দেওয়া হতে চলেছে বকেয়া টাকা। প্রায় ৬ কোটি চাকুরীজীবী এই সিদ্ধান্তের ফলে হবেন লাভবান। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে চাকরিজীবীদের মধ্যে রয়েছে একটা উন্মাদনা।
২০২০-২১ আর্থিক বছর থেকে এই সরকারের তরফ থেকে ৮.১ শতাংশ করে সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ড একাউন্টে। বিগত ৪০ বছরে এতটা কম হারে সুদ কখনো দেওয়া হয়নি বলে জানাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে ৮.৫ শতাংশ করে সুদ দেয়া হতো প্রভিডেন্ট ফান্ড একাউন্টে। তবে তা পরিবর্তিত হওয়ায় কিছুটা অখুশি হলেও, এখনো পর্যন্ত ব্যাংকের অন্যান্য ফিক্সড ডিপোজিট এর তুলনায় প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কেন্দ্রীয় সংস্থা ইপিএফও প্রভিডেন্ট ফান্ড ব্যবহারকারীদের ব্যাংক একাউন্টে বকেয়া টাকা প্রদান করতে চলেছে। আগামী ৩০ আগস্ট এর মধ্যে এই টাকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
মোদি সরকারের রিপোর্ট অনুসারে, ইপিএফও এবার থেকে ভারতের প্রত্যেক প্রভিডেন্ট ফান্ড ব্যবহারকারীদের একাউন্টে ৮.১ শতাংশ করে সুদ প্রদান করবে। এই হিসেবে যদি আপনার পিএফ একাউন্টে ৮ লক্ষ টাকা থাকে, তাহলে আপনি একসাথে ৬৪ হাজার টাকা পেয়ে যাবেন। সরকারের এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটা উন্মাদনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিগত দুবছর করোনাভাইরাস মহামারীর কারণে প্রভিডেন্ট ফান্ডের টাকা না দেওয়া হলেও প্রত্যেক বছর এবার থেকে এই অ্যাকাউন্টে পয়সা ভরতে থাকবে কেন্দ্রীয় সরকার।
এবারে যদি আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করতে চান, তাহলে আপনাকে একটা ছোট্ট পদ্ধতি পালন করতে হবে। প্রথমে আপনাকে ইপিএফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে ইপিএফ ব্যালেন্স চেক করার জন্য নির্দিষ্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে একটি নতুন পেজে রিডাইরেক্ট করা হবে। সেখানে মেম্বার ব্যালেন্স ইনফরমেশন অপশনে ক্লিক করলে, আপনাকে আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্টার করতে বলা হবে। এই দুটি তথ্য সঠিকভাবে ভরে দিলে আপনাকে করতে হবে নিজের রাজ্য নির্বাচন। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স চেক করে নিতে পারবেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside