বিনোদনবলিউড

লাক্ষাদ্বীপের নীল জলে সর্বনাশ করলেন এষা গুপ্তা, এমন ছবি শেয়ার করলেন অভিনেত্রী

Advertisement

করোনাকাল থেকে মালদ্বীপ সেলিব্রিটিদের পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে। ভারতীয় সেলেবরা শুধুমাত্র সেখানে ছুটি কাটাতেই যাচ্ছেন না, তাঁরা জন্মদিন পালন করতেও বেছে নিচ্ছেন মালদ্বীপের সি-বিচকেই। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করছেন তারকারা। ফলে সাধারণ মানুষও উদ্বুদ্ধ হয়ে মালদ্বীপ যাওয়ার প্ল্যান করছেন। পকেটে রেস্ত থাকলে তাঁদের কোনো সমস্যা হচ্ছে না মালদ্বীপের মতো স্থানে পাড়ি দিতে। কিন্তু এই ঘটনার ফলে যথেষ্ট ক্ষতি হচ্ছে ভারতীয় পর্যটনের। মালদ্বীপ, থাইল্যান্ড সহ একাধিক স্থানের ট‍্যুরিজম সমৃদ্ধ হলেও ভারতের পর্যটন ব্যবসা করোনাকাল থেকেই পিছিয়ে পড়েছে। উপরন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের পর নব নির্বাচিত রাষ্ট্রপতি ডঃ মোহামেদ মুইজ্জু (Mohamed Muizzu) ভারতীয় সামরিক কর্মীদের মালদ্বীপ থেকে সরার নির্দেশ দিয়েছেন। ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে কিছু রাজনৈতিক সমস্যার সূত্রপাত হয়েছে। এই কারণে অদূর ভবিষ্যতে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সমস্যা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার কথা মাথায় রেখে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লাক্ষাদ্বীপে গিয়েছিলেন ভারতীয় পর্যটনকে নতুন বার্তা ও দিশা দিতে। কিন্তু অনেকেই তাঁকে উপহাস করে লিখেছেন, মালদ্বীপের সাথে কখনও ভারত প্রতিযোগিতায় পেরে উঠবে না। এই ধরনের অনর্থক উপহাসের প্রতিবাদে রবিবার , 7 ই জানুয়ারি বেলার দিকে ইন্সটাগ্রামে অভিনেত্রী এশা গুপ্তা ( Esha Gupta) তাঁর লাক্ষাদ্বীপ ট্রিপের একটি ছবি শেয়ার করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Esha Gupta (@egupta)

এশার শেয়ার করা ছবিটি কিছুদিনের পুরানো। ছবিতে সবুজাভ নীল রঙের সমুদ্রের জলে নিজের শরীর ভিজিয়ে নিতে ব্যস্ত এশা। দূরে দেখা যাচ্ছে দিগন্তরেখা। ছবিটি শেয়ার করে এশা লিখেছেন, লাক্ষাদ্বীপের অপরূপ সি-বিচে আবারও ফিরে যেতে চান তিনি। পায়ের পাতায় মেখে নিতে চান সমুদ্রতটের চিকন বালি। তাঁর মুখমন্ডল আবারও ছুঁয়ে যাক সূর্যের আলো। এশার কাছে লাক্ষাদ্বীপ ম্যাজিকাল। ক্যাপশনের সাথে আকাশি রঙের হার্ট ইমোজি জুড়েছেন তিনি। হ্যাশট‍্যাগে লিখেছেন ‘এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ডস’, ‘ইয়ে মেরা ইন্ডিয়া’।

অনুরাগীদের একাংশ এশার প্রশংসা করে লিখেছেন, তিনিই বোধহয় প্রথম ভারতীয় তারকা যিনি লাক্ষাদ্বীপের ছবি নেটদুনিয়ায় শেয়ার করে ওই স্থানের স্বপক্ষে সওয়াল করলেন। কিন্তু অধিকাংশ নেটিজেন এশার ছবির কমেন্ট সেকশনে তাঁর সমালোচনা করে লিখেছেন, নরেন্দ্র মোদীর জন্য এই ছবির মাধ্যমে প্রচার করছেন এশা। অনেকে লিখেছেন, অভিনেত্রী চাইছেন কেন্দ্রীয় শাসক দলের সুনজরে আসতে। তবে এশা এই ধরনের সমালোচনাকে পাত্তা দেননি। কিন্তু শুধুমাত্র এশা নন, অক্ষয় কুমার (Akshay Kumar) ও জন আব্রাহাম (John Abraham)-ও লাক্ষাদ্বীপে পর্যটন বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Esha Gupta (@egupta)

Related Articles

Back to top button