টেক বার্তা

দেশে নতুন ইলেকট্রিক স্কুটার! এক চার্জে চলবে ১৩০ কিমি

Advertisement

দেশে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে জনপ্রিয় দুই চাকার স্কুটার নির্মানকারী সংস্থা EeVe India। এই নতুন মডেলের নাম রাখা হয়েছে EeVe Soul। ইতিমধ্যেই অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন এর তরফে সমস্ত অনুমোদন পেয়ে গিয়েছে এই সংস্থার নতুন ই-স্কুটারের মডেল। সম্প্রতি জানা গিয়েছে, EeVe আসলে ওড়িশার একটি ইলেকট্রিক ভেহিকেল তৈরির ব্র্যান্ড। তাদের নতুন মডেল EeVe Soul এর ক্ষেত্রে সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। একবার চার্জ দিলে ১৩০ কিমি পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটার নিয়ে সফর করতে পারবেন আরোহীরা।

EeVe India এর সহ-প্রস্তিষ্ঠাতা এবং ডিরেক্টর হর্ষ দিদওয়ানিয়া জানিয়েছেন, তাদের নতুন ই-স্কুটার EeVe Soul আগামী দিনে দেশে বাজারে তাদের সংস্থার অন্যান্য হাই-স্পিড ই-স্কুটার লঞ্চের রাস্তা তৈরি করে দেবে। ARAI এর পক্ষ থেকে বলা হয়েছে যে, সোল মডেলের জন্য সমস্ত অনুমোদন পাওয়ার পরেও কিছু সমস্যা রয়েছে। তবে যোগান সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে। তার অন্যতম কারণ করোনার ২য় ঢেউ। এই সমস্যা অবশ্য শীঘ্রই মিটে যাবে বলে আশা করছেন EeVe কর্তৃপক্ষ। তার পর এই বছরের জুন কিংবা জুলাই মাসের মাঝেই ই-স্কুটার লঞ্চের দিন ক্ষণ নিশ্চিত করে ফেলতে পারবেন দিদওয়ানিয়া।

তবে আপাতত EeVe এর ইলেকট্রিক দুই-চাকার যানের ক্ষেত্রে ৪৫% যন্ত্রাংশ উৎপাদন হয় স্থানীয় দিক থেকে। ১০০% স্থানীয় উৎপাদনের দিকে এগিয়ে চলেছে এই সংস্থা। এর সাথে নতুন বিনিয়োগ সংগ্রহ, পুঁজি বৃদ্ধি চেষ্টা ওড়িশার এই নির্মানকারী সংস্থা। তবে সমস্ত ব্যাটারিই আসে চিন থেকে। বাকি সব কিছু দেশেই করা হয়।

Related Articles

Back to top button